অনলাইন ডেস্ক : শিলচরের পর এবার করিমগঞ্জ । বাইক ছিনতাইবাজের লুলুপ দৃষ্টি এবার গিয়ে পড়ল সীমান্ত শহরে । ছিনতাইবাজ সন্দেহে এক যুবকের পিছু ধাওয়া করতে গিয়ে পুলিশের গুলিচালনার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠে শম্ভসাগর পার্ক সংলগ্ন এলাকা। সিনেমার আদলে বাইকযোগে আসা সঙ্গীদের সাহায্য সন্দেহভাজন যুবকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও আশপাশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিসি টিভি ক্যামেরায় বন্দী হওয়া ফুটেজকে হাতিয়ার করে তদন্ত নেমেছে করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জ স্টেট ব্যাঙ্ক থেকে প্রায়শই টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইবাজের কবলে পড়ে সর্বহারা হন সাধারণ মানুষেরা। বৃহস্পতিবার যথারীতি ব্যাঙ্কের কাজকর্ম চলছে,জরুরি কাজে আসা-যাওয়া করছেন গ্রাহকরা।ব্যাঙ্কে প্রবেশ করা লোকেদের উপর চোখ রাখছেন সাদা কাপড়ের পুলিশ কর্তারা।হঠাৎ এক যুবকের ব্যাঙ্কের ভিতরে চলাফেরায় সন্দেহ হয় পুলিশ কর্তাদের। ব্যাঙ্কের কাউন্টারে টাকা তুলতে ব্যস্ত এক গ্রাহকদের দিয়ে যুবকটির একদৃষ্টিতে তাকিয়ে থাকা এবং গতিবেধে দেখে বার বার মোবাইল ফোনে কথাবলায় সন্দেহ বাড়তে থাকে পুলিশের। সঙ্গে সঙ্গে তারা এগিয়ে গিয়ে টাকা হাতে থাকা গ্রাহককে সতর্ক করে দেন এবং ছেলেটির দিকে এগিয়ে যান। অবস্থা বেগতিক দেখে ছেলেটি ব্যাঙ্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে পুলিশ কর্মীরা পিছু ধাওয়া করেন। কিন্তু ছেলেটি দৌড়ে বেরিয়ে রাজপথ দিয়ে পালাতে থাকে।পিছু ধাওয়া করতে গিয়ে বাধ্য হয়ে শূন্যে গুলি চালানো করে পুলিশ। তবে যুবকটি না থেকে দৌড়াতে থাকে এবং শম্ভুসাগর পার্ক সংলগ্ন এলাকায় পিছন থেকে দ্রুতবেগে আসা তার দুই সহযোগীর বাইকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাইক নিয়ে তার পিছু ধাওয়া করেও টিকির নাগাল পাওয়া যায়নি।ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সহ সদর থানার পুলিশ কর্তারা স্টেট ব্যাঙ্কে ছুটে আসেন। ব্যাঙ্কের পাশের সিসি টিভি ক্যামেরার ছবি সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ।তবে তদন্তের স্বার্থে বিষয়টি নিয়ে এ মুহূর্তে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তারা।