অনলাইন ডেস্ক : পেহেলগাঁও কাণ্ড নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে হাইলাকান্দিতে গ্রেফতার এক সাংবাদিক। গ্রেফতার হওয়া সাংবাদিকের নাম মহম্মদ জাবির হাসান। তিনি একাধিক অনলাইন পোর্টাল এবং একটি সংবাদপত্রের সাংবাদিক।পাঁচগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে। শুধু জাবির নন, এখন অবধি রাজ্যে সন্ত্রাসবাদী এবং পাকিস্তানকে সমর্থন করে পোস্ট দেওয়ায় আরও সাতজনকে গ্রেফতার করেছেন।এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম সহ শিলচরের ছাত্র এ কে বাহার উদ্দিন এবং জাভেদ মজুমদারও রয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে দেশবিরোধী মন্তব্যে কাউকে রেয়াত করা হবে না।