অনলাইন ডেস্ক : ওয়েল ট্যাঙ্কারে লুকিয়ে বার্মিজ সুপারি পাচারের ঘটনায় পুলিশ এবার গ্রেফতার করলো রাজন লস্কর নামে এক মাফিয়াকে। শিলচর তোপখানা এলাকার বাসিন্দা রাজনকে গ্রেফতার করা হয় বুধবার রাতে।
গত রবিবার শিলচর রামনগর এলাকায় বাইপাস থেকে পুলিশ বাজেয়াপ্ত করে এই ওয়েল ট্যাঙ্কার। ট্যাংকারের ভেতর থেকে বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণ বার্মিজ সুপারি। এরপর তদন্ত চালিয়ে এবার গ্রেফতার করা হলো রাজন লস্করকে।
পুলিশ সুপার নূমল মাহাতো জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়ার পর জানা যায় সুপারি পাচারের পেছনে রয়েছে রাজন। তাই গ্রেফতার করা হয়েছে তাকে।
প্রসঙ্গত সুপারি পাচারে ব্যবহৃত ট্যাঙ্কারটিতে যে নম্বর প্লেট লাগানো ছিল সেই নম্বর পঞ্জিয়নভুক্ত রয়েছে বঙ্গাইগাওয়ের বাসিন্দা জৈন পদবীর এক ব্যক্তির নামে । পুলিশ সুপার জানান, ব্যাপারটা খতিয়ে দেখা গেছে রাজনরা বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্য জালিয়াতি করে বঙ্গাইগাঁওয়ের সেই ব্যক্তির নামে পঞ্জিয়নভুক্ত নম্বর ব্যবহার করেছিল। আর প্রাথমিকভাবে মনে হচ্ছে আসলে ট্যাঙ্কারটির মালিক রাজন নিজেই।
এদিকে অন্য এক বিশেষ সূত্রে জানা গেছে, রাজন সবসময়ই সমাজে নিজেকে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে জাহির করে থাকে। বিভিন্ন সময়ে সুযোগ বুঝে সে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিজের ফটো উঠিয়ে রেখেছে। এসব দেখিয়েই সে বিভিন্ন মহলে নিজেকে জাহির করে থাকে প্রভাবশালী হিসেবে। তার সূত্রে বার্মিজ সুপারি পাচার চক্রের আরও অনেকের নাম বেরিয়ে আসবে বলে আশা করছে পুলিশ।