অনলাইন ডেস্ক : শিলচর উল্লাসকর দত্ত সরণির পর এবার রাঙ্গিরখাড়ি শিলচর অটোমোবাইলস-এর পাশে দ্বিতীয় শোরুম খুলল টাইটান আই প্লাস। বিশিষ্টজনদের উপস্থিতিতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা: ভাস্কর গুপ্তর হাত ধরে এই চশমা বিপনির আনুষ্ঠানিক উদ্বোধন হয় শুক্রবার বিকেলে। উন্নত গ্রাহক পরিষেবাকে পুঁজি করে টাইটান আই প্লাস-এর দ্বিতীয় শোরুমটিও বাণিজ্যিক সফলতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন অভ্যাগতরা।
একটা সময় ছিল, শুধু দৃষ্টিশক্তি বা চোখের অন্য কোনও সমস্যায় চশমার ব্যবহার হতো। তবে সময়ের বিবর্তনে পুরনো কনসেপ্টটাই গিয়েছে পাল্টে। চশমা এখন ফ্যাশন অ্যাক্সেসরিও। ফলে দৃষ্টিশক্তি এবং সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ব্যক্তিত্ব বাড়িয়ে তুলতেও ব্যবহার হচ্ছে চশমা। চাহিদার এই পরিবর্তিত ধারাকে মাথায় রেখে বাজারে বিভিন্ন ধরনের ফ্যাশনদুরস্ত চশমার সম্ভার নিয়ে হাজির হয়েছে টাইটান আই প্লাস। প্রতিটি শোরুমে পাওয়া যাচ্ছে রিমলেস, কালার ফ্রেম, একটু মোটা ধরনের ফ্রেম-সহ আরও বিভিন্ন স্টাইলের চশমা, সানগ্লাস, কনট্যাক্ট লেন্স ইত্যাদি। রাঙ্গিরখাড়ি টাইটান আই প্লাসও এর ব্যতিক্রম নয়। সবই পাওয়া যাচ্ছে এই শোরুমে। মিলছে মুখের গড়নের সঙ্গে মানানসই যে-কোনও ট্রেন্ডি আই গ্লাস এবং স্টাইলিশ লুকের ফ্রেম। তা-ও আবার বাজেটের মধ্যে। একান্ত আলাপচারিতায় এসব কথা জানিয়েছেন শোরুমের অন্যতম কর্ণধার তৌহিদ (নির্ঝর) রাজা চৌধুরী। বলেছেন, উদ্বোধনী অফার বাবদ আগামী ৩০ জুলাই পর্যন্ত টাইটান এবং ফাস্ট্র্যাক আই-ওয়্যার প্রোডাক্টসের ওপর ছাড় দেওয়া হয়েছে ১০ শতাংশ।
তিনি বলেন, স্টোরটি গ্রাহকের বিভিন্ন চাহিদা অনুসারে সজ্জিত। ফলে তিনি আশাবাদী, রাঙ্গিরখাড়ি টাইটান আই প্লাসে কেনাকাটার অভিজ্ঞতা একটু অন্যরকমের-ই হবে। কারণ, টাইটান আল্টিমা লেন্সের মতো উদ্ভাবনী পণ্য যাতে রয়েছে সবচেয়ে উন্নত প্রোগ্রেসিভ লেন্স, ক্লাসি টাইটান সিগনেচার ফ্রেম, ফগ রেসিসট্যান্স এবং অ্যান্টি-ভাইরাল লেন্স—- সবই মাত্র ৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে বিক্রি হচ্ছে। এছাড়াও রয়েছে হাই প্রিসিশন টাইটান লেন্স, কাস্টমাইজড পাওয়ারড সানগ্লাস। বাড়িতে পাওনা হিসেবে থাকছে বিশ্ববিখ্যাত শঙ্কর নেত্রালয়ে প্রশিক্ষিত এবং প্রত্যয়িত চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষার ব্যবস্থা।
এদিকে, উদ্বোধনী পর্বে টাইটান আই প্লাস-এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা: ভাস্কর গুপ্ত। উন্নত পরিষেবা প্রদানের পরামর্শ দেন সম্মানিত অতিথি তথা বরাকের স্বনামধন্য চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ এইচকে চৌধুরী। তিনি বলেন, সেবার অন্য নাম ঈশ্বর। আর এই শোরুমটি নিছক ব্যবসা প্রতিষ্ঠান নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই মানুষ চশমা কিনতে আসেন। তাঁদের যেন সঠিক পরিষেবা প্রদান করা হয়। বক্তব্যে শিলচর তথা বরাকে অপটোমেট্রিস্ট -এর অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, চোখের চিকিৎসায় বিশেষ করে দৃষ্টিশক্তি পরীক্ষা ও লেন্সের পাওয়ার নির্ণয়ে অপটোমেট্রিস্ট-এর ভূমিকা অপরিহার্য। সেই জায়গায় টাইটান আই প্লাস শঙ্কর নেত্রালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অপটোমেট্রিস্ট নিয়ে এসেছে। এটা অবশ্যই এক বাড়তি পাওনা। অপটোমেট্রিস্ট-এর প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডাঃ বিশ্বদীপ চৌধুরীও।
টাইটান আই প্লাসের উত্তরপূর্বের অ্যারিয়া বিজনেস ম্যানেজার শুভদীপ মিত্র বলেন, দেশে ১ হাজার স্টোর প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে টাইটান আই প্লাস। ইতিমধ্যে ৯০০টিরও অধিক স্টোর রয়েছে দেশে। উত্তরপূর্বে এ সংখ্যা ২২ এবং অসমে এ যাবৎ ১৫টি স্টোর প্রতিষ্ঠা করেছে টাইটান।
প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর, শিলচর রোটারি ক্লাবের সভাপতি দেবাশিস চক্রবর্তী। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। অত্যন্ত নিখুঁতভাবে গোটা অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী। এছাড়াও অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর রোটারি ক্লাবের সদ্য সাবেক সভাপতি রামানুজ গুপ্ত, বর্তমান সম্পাদক প্রিয়তনু গোস্বামী, সমাজকর্মী সাধন পুরকায়স্থ, সংকর্ষণ (শঙ্কর) অধিকারী, দীপা যোশী, সঙ্গীতা যোশী, নাসিমা আরা মজুমদার, ডা: ইকবাল রেজা মজুমদার সহ অনেকে।শুরুতে অভ্যাগতদের পর্যায়ক্রমে বরন করে নেন তৌহিদ রাজা চৌধুরী, ড° চারু যোশী ও ডা: নীলোফার মজুমদার। কেক কেটে উদযাপন করা হয় উদ্বোধনী পর্ব। সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ড° চারু যোশী।