অনলাইন ডেস্ক : ভিক্টোরিয়া মেমোরিয়াল এবারের চমক। কলকাতার জগদ্বিখ্যাত এই ভবন দিয়ে আগামী দুর্গাপুজোয় চমক দিতে তৈরি হচ্ছে উধারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন পূজা কমিটি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে আগামী দুর্গাপূজা আয়োজনের পরিকল্পনা তুলে ধরলেন কর্মকর্তারা। সম্পাদক সায়ন রায়, কল্যাণ ভট্টাচার্য , শুভ্রেন্দু চৌধরী, কমলেশ পাল, ধ্রুব নাথ প্রমুখ। তারা জানিয়েছেন যে, এবারকার মন্ডপ তৈরি হবে বাঁশ, গাছের ছাল সহ নানা প্রাকৃতিক উপাদান দিয়ে। মেদিনীপুরের কুটিরশিল্পীদের তৈরি বস্তুতে সাজবে মন্ডপ। মূর্তি তৈরি হবে ঝিনুক দিয়ে। পশ্চিমবঙ্গের কারিগররা কাজ করবেন। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের বৈতা ও জয়নগর থেকে নানা সামগ্রী ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। সামগ্রীগুলোর মধ্যে রয়েছে ব্লিচ করা নানা ধরনের ফুল , ফল, ছত্রাক, পাটজাত সামগ্রী প্রভৃতি নিয়ে আসা হয়েছে উধারবন্দে। সাংবাদিকদের কাছে এসবের নমুনা তুলে ধরলেন আয়োজকরা। পশ্চিমবঙ্গের উত্তম জানা তৈরি করবেন প্রতিমা। প্যান্ডাল ও কারুকাজে থাকছেন প্রদীপ ভুইয়া, প্রদীপ মাঝি ও বিশু দন্ডবৎ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হয়ে যাবে প্রতিমা ও মন্ডপের কাজ। চতুর্থীতে উদ্বোধন হবে , দশমী পর্যন্ত খোলা থাকবে মন্ডপ। আলোকসজ্জাতেও থাকবে নতুনত্ব। সব মিলিয়ে এবারও দর্শক টানতে কোনও খামতি রাখতে চাইছেননা আয়োজকরা। এদিকে সারাবছর কালীবাড়ি রোড ও বিশেষ করে পূজা স্থলের সামনে জাতীয় সড়কের বেহাল দশা নিরসনে বিধায়কের সহযোগিতায় সাময়িক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা গেল। সেসঙ্গে কমিটিও মানুষের অসুবিধা নিরসনে প্রতিবছরের মতো রাস্তার কিছু গর্ত ভরাট করবে বলে জানালেন কমিটির সদস্যরা। উল্লেখ্য ,পুজো প্যান্ডেলের পাশে বিশাল মার্কেট হওয়ায় দর্শনার্থীদের এবার পুজো দর্শনে অসুবিধা হবে বলে যে কথা বাতাসে ভাসছে, তা অযৌক্তিক বলে জানালেন কমিটির কর্তারা। এবারও হাজার হাজার মানুষ স্বচ্ছন্দে পুজো দর্শন করতে পারবেন বলে তাদের দাবি। নিরাপত্তার স্বার্থে এবারও থাকবে সিসি ক্যামেরা পুলিশি নজরদারি। থাকবে তিনদিন মহাপ্রসাদ। কমিটি আগামী দুর্গাপূজার আয়োজন সার্থক করে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেছে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাখাল রাভা, জয়ন্ত সরকার , শুভাশিস কর, প্রবীর দেব, রবীন্দ্র চক্রবর্তী সহ অনেকে।