অনলাইন ডেস্ক : কাউকে পায়ের তলায় পিষে, কাউকে আবার আছাড় মেরে, ঝাড়খণ্ডের গত দু’দিনে হাতির হামলায় মৃত্যু হয়েছে আট জনের। মঙ্গলবার বোরেয়া এবং ইটকি গ্রামে দলছুট হয়ে ঢুকে পড়ে একটি হাতির। সেটির সামনে পড়ে যান চার গ্রামবাসী। ওই চার জনকেই শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে হাতির দলটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই গ্রামের চার জনের। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন সুখবীর কিরো, রানধওয়া দেবী, গন্ডোয়ানা ওরাওঁ এবং পুনায়ি ওরাওঁ। হাতির হামলার খবর পেয়ে ইটকি এবং বোরেয়া গ্রামে যান বনদফতরের আধিকারিকরা। কিন্তু হাতিটিকে বাগে আনতে পারেননি। হাতিটিকে গ্রাম থেকে জঙ্গলে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দু’টি গ্রামে এক দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে চার জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে।