অনলাইন ডেস্ক : অমিয় কান্তি দাসকে মনোনয়নপত্র প্রত্যাহারে রাজি করানোর ক্ষেত্রে বিজেপি কি তাকে কোনও টোপ দিয়েছিল। এ নিয়ে বর্তমানে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও বিজেপির কেউই এ নিয়ে মুখ খুলতে রাজি হচ্ছেন না।
এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী, অমিয়কে এবার দলের জেলা সভাপতি করার টোপ দেওয়া হয়েছে। সূত্রটির কথায়, বর্তমানে দলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া চলছে। এই নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই অমিয়কে জেলা সভাপতি করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এদিকে বিভিন্ন সূত্রে যে খবর বেরিয়ে আসছে সে অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহার করে অমিয়কে দলে ফেরানোর ক্ষেত্রে মূলত কলকাঠি নেড়েছেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়। কৌশিককে এনিয়ে জিজ্ঞেস করলে তিনি অবশ্য সরাসরি তা অস্বীকার করেন। তার কথায়, দলের স্বার্থ বিবেচনা করে অমিয় মনোনয়নপত্র প্রত্যাহারে রাজি হয়েছেন। এবং তা হয়েছে সম্পূর্ণ বিনা শর্তে। আমিয়কে কোনও প্রতিশ্রুতি দেয়নি দল।
দলের বর্তমান জেলা সভাপতি বিমলেন্দু রায় কে জিজ্ঞেস করলে তিনি বলেন এ নিয়ে তার কিছু জানা নেই। বিমলেন্দুবাবু আরও বলেন, অমিয় নির্দল হিসেবে মনোনয়নপত্র পেশ করার পরও দল কোনও ভাবে চাপে ছিল না। ভোট কাটাকাটি অঙ্কে বিজেপি প্রার্থী হেরে যেতে পারেন, এমন কোনও আশঙ্কাই ছিল না দলের। দলীয় প্রার্থীর জয় নিশ্চিত। অমিয় দলের একজন পুরনো একনিষ্ঠ কর্মী, টিকিট না পেয়ে মনের দুঃখে নির্দল হিসেবে মনোনয়নপত্র পেশ করেছিলেন। এতে অনেক দলের অনেকের বিবেকে বাঁধে। তাই তাকে বুঝিয়ে শুনিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে ফেরানো হয়েছে দলে। এক্ষেত্রে অন্য কিছু ভাবার কোনও মানে নেই।