অনলাইন ডেস্ক : পৃথিবী একটি পরিবার, জি-২০ ভারতের ভিশনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ থিমের অধীনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে জি-২০-এর প্রেসিডেন্ট হিসেবে ভারতের দৃষ্টিভঙ্গিকে বাংলাদেশ স্বাগত জানায় হাসিনা। ভারত আয়োজিত ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিট ২০২৩-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে জি-২০-তে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। জি২০-এর সভাপতিত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্ব নেতাদের সাথে সহযোগিতায় মানবকেন্দ্রিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য প্রধানমন্ত্রী মোদির জোরালো উদ্যোগে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্লোবাল সাউথ এর টেকসই বৈশ্বিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য জি-২০ প্ল্যাটফর্মের সামনে ছয়টি প্রস্তাব উত্থাপন করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-১৯ মহামারীর কথা উল্লেখ করে তিনি বলেন, ন্যায্য ও ন্যায্য অর্থনৈতিক ব্যবস্থার জন্য সম্মিলিতভাবে কাজ করার সময় এসেছে। তার প্রস্তাবনায় তিনি টেকসই বৈশ্বিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর সাথে সামঞ্জস্য রেখে সামগ্রিকভাবে বৈষম্য মোকাবেলায় একটি নতুন দৃষ্টান্ত তৈরি করার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানান। ক্রান্তিকালে স্বল্পোন্নত দেশ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশসহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বিশেষ অর্থায়ন সহায়তার ওপর জোর দেন। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ডিজিটাল বিভাজন দূর করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।