অনলাইন ডেস্ক : অসম-মণিপুর সীমান্তের মণিপুর রাজ্যের জিরিবাম জেলা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। বুধবার সকাল থেকে জিরিবাম জেলার শহরাঞ্চলে ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট। বুধবার সকালে জিরিবামে এক বড়সড় শান্তি মিছিল আয়োজনের প্রস্তুতি নিয়েছিল সেখানকার বিভিন্ন মৈইতৈ মণিপুরী সংগঠন। এই শান্তি মিছিল থেকে অশান্তির সৃষ্টি হতে পারে বলে জিরিবামের জেলা প্রশাসনকে জানিয়ে রাখেন জিরিবামের ট্রাইবেল সংগঠনের নেতৃবৃন্দ। মণিপুর রাজ্যের অন্যান্য জেলার মত জিরিবামে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এই আশঙ্কায় শান্তি মিছিলের বিপক্ষে রুখে দাড়ায় জেলার পুলিশ প্রশাসন। সকাল দশটা নাগাদ জিরিবাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইক যুগে ১৪৪ ধারা জারি ঘোষণা করা হয়। তবুও বিভিন্ন স্থানে মিছিলের উদ্দেশ্যে মৈইতৈ লোকজন সমবেত হলে পুলিশ প্রশাসন বাধা দিতে থাকে। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে বিশাল পুলিশ বাহিনী রুখে দাড়ায় এবং বাধ্য হয়ে টিয়ার গ্য়াস ও রাবার বুলেট ছুড়তে হয়েছে পুলিশকে। সীমান্তবর্তী জিরিবাম জিরিঘাট সংযোগী সেতুর উপর দাড়িয়ে জিরিঘাটের কয়েকশত মানুষ এই অগ্নিগর্ভ পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন। জিরিবাম শহর পুরো ধূয়োয় ঝাপসা হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশের কঠোর ভূমিকায় জিরিবামে আর শান্তি মিছিল হয়নি বুধবার। জিরিবামে সকাল থেকেই দোকান পাট বন্ধ হয়ে যায়। দিনভর টানটান উত্তেজনা বিরাজ করে। তবে পুলিশের কড়া ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু চাপা আতঙ্ক বিরাজ করছে বলে অনেকেই স্বীকার করেছেন। মণিপুর রাজ্যের অন্যান্য় জেলার মত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেদিকে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে জিরিবামের পুলিশ প্রশাসন।