অনলাইন ডেস্ক : বিভিন্ন রাজ্যও কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির প্রস্তাবনার পর্ব থেকেই তার প্রতিবাদে মুখর। সেই প্রতিবাদকে সর্বভারতীয় ক্ষেত্রে আরও জোরদার করে তোলার জন্য ২১ ফেব্রুয়ারি, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’কে বেছে নিয়েছে সারা ভারত সেভ এডুকেশন কমিটি। তারা জানাচ্ছে, ওই তারিখে দেশ জুড়ে প্রতিবাদ দিবস পালন করা হবে। ওই দিন বিক্ষোভ দেখানো হবে দেশের সব জেলায়। দক্ষিণের মতো ভারতের পূর্ব, উত্তর ও পশ্চিম অঞ্চলেও কনভেনশন হবে।
রবিবার সারা ভারত সেভ এডুকেশন কমিটির কর্মসমিতির বৈঠকে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলনকে আরও তীব্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কমিটি প্রথম থেকেই জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। হিন্দিকে একমাত্র সরকারি ভাষা ও শিক্ষার মাধ্যম করা এবং ইংরেজির গুরুত্বকে লঘু করার কেন্দ্রীয় প্রচেষ্টার বিরুদ্ধে এ বার সারা দেশে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে ১৭ ফেব্রুয়ারি চেন্নাইয়ে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির যৌথ কনভেনশন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। তার পরেই দেশ জুড়ে প্রতিবাদ দিবস পালন করা হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।
যথার্থ পদক্ষেপ।আমরা ভিন্ন ভাবে কর্মসূচি নিলেও এই দাবির সমর্থনে সারা ভারতকে ঐক্য বদ্ধ করার সাধু প্রয়াস কে অভিনন্দন জানাই। ভারতে ভাষা গণতন্ত্র রক্ষা করা না গেলে আগামী দিনে রাজনৈতিক গণতন্ত্রও থাকবে না। সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ। নীতীশ বিশ্বাস।৯৩৩০৯৬১৮২৪.