অনলাইন ডেস্ক : সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গোমাংস কেঁটে বিক্রি করার দুঃসাহস দেখালো তিন ব্যক্তি ! স্কুলের মতো একটি পবিত্র স্থানের বারান্দায় গোমাংস কেঁটে বিক্রি করার প্রতিবাদ করতে গিয়ে রোষের মুখে ইসলাম ধর্মাবলম্বী আরেক ব্যক্তি। এনিয়ে থানায় মামলা করলেন প্রতিবাদকারী।
ঘটনা গত ২১ এপ্রিল। হাইলাকান্দি প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীনে উজানকোপার বালিকান্দি প্রথম খণ্ডের ৩০৬ নম্বর খাসিয়াপুঞ্জি প্রাথমিক বিদ্যালয়ে। এদিন ওই স্কুলের বারান্দায় গোমাংস কেঁটে বিক্রি করায় সরব হয়েছিলেন গ্রামের বাসিন্দা প্রতিবাদী কণ্ঠ আসাদুর রহমান বড়ভূঁইয়া। একটি সরকারি স্কুলে এভাবে চলতে দেখে প্রতিবাদ সাব্যস্ত করলে রীতিমতো রোষের মুখে পড়েন ওইসব লোকের। পরে হাইলাকান্দি সদর থানায় ১ মে সোমবার একটি মামলা দায়ের করেন আসাদুর রহমান বড়ভূঁইয়া। মামলায় তিনি উল্লেখ করেছেন, গত ২১ এপ্রিল (পবিত্র ঈদের আগের দিন, শুক্রবার) উজানকোপা বালিকান্দি প্রথম খণ্ড গ্রামের ৩০৬ নম্বর খাসিয়া পুঞ্জি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ফখরুল ইসলাম লস্কর, কায়দুল ইসলাম লস্কর ও আনসার উদ্দিন বড়ভূঁইয়া নামের তিন লোক গোমাতার মাংস কেটে নিজেদের মধ্যে বিক্রি করছিলেন। স্কুলের মতো একটি পবিত্র স্থানের বারান্দায় এহেন অপকর্ম দেখে একজন মুসলিম সম্প্রদায়ের লোক হয়ে তিনি প্রতিবাদ সাব্যস্ত করার পাশাপাশি এতে বাঁধাও দেন। এতে ওই তিনজন উল্টো তাঁকে শাসিয়ে যায়। পরে ২৩ এপ্রিল সন্ধ্যায় ফখরুল ইসলাম লস্কর তার (আসাদুর রহমান) বাড়িতে এসে মাথায় বন্দুক ঠেকিয়ে রীতিমতো হুমকি দেয় যে, গোমাংস কাঁটার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। বিষয়টি তিনি স্কুলের প্রধান শিক্ষককে অবগত করলে প্রধান শিক্ষক উল্টো ওই তিন অভিযুক্তের পক্ষ নেন বলে দায়ের করা মামলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ এনে আসাদুর রহমান লস্কর মামলায় আরও উল্লেখ করেছেন, তিনি এহেন অপকর্মের প্রতিবাদ করায় অভিযুক্তরা তাঁর (আসাদুর) বাড়িতে প্রবেশের মুখে সড়ক জেসিবি দিয়ে কেটে দেওয়ার ফলে বাড়িতে যাওয়া-আসার পথ বন্ধ হয়ে গিয়েছে । মামলায় তিনি তিন অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, বিশ্ব হিন্দু পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির উপ-সভাপতি আইনজীবী গৌতম ঘোষ সোমবার জানিয়েছেন, আসাদুর রহমান বড়ভূঁইয়া এহেন ঘটনা নিয়ে ভিএইচপি এবং বজরং দলের শরনাপন্ন হন। একটি সরকারি স্কুলের বারান্দায় এভাবে গোমাংস কেঁটে বিক্রি করার সুবিচার চেয়েছেন ওই গ্রামের বাসিন্দা আসাদুর রহমান বড়ভূঁইয়া। পাশাপাশি এনিয়ে তিনি সদর থানায় মামলা দায়ের করেছেন। গৌতম বাবু জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাদের সংগঠন পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়ে শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে। তবে এই ঘটনায় চান্চল্য বিরাজ করছে হাইলাকান্দিতে।