অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি : তাঁকে ‘প্লেবয়’ বলে খোঁচা দিয়েছিলেন অবসরপ্রাপ্ত পাক সেনাপ্রধান বাজওয়া। সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সটান জানিয়ে দিলেন, তিনি মোটেই দাবি করেননি তিনি দেবদূত! ইমরানের ‘যৌন ফোনালাপে’র অডিও ঘিরে এই মুহূর্তে শোরগোল পাকিস্তানে। এই পরিস্থিতিতেই এবার সামনে এল ইমরানের এহেন মন্তব্য।
লাহোর নিজের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কার্যতই ক্ষুব্ধ দেখিয়েছে ইমরানকে। বাজওয়ার মেয়াদ সম্প্রসারিত করা যে তাঁর ভুল হয়েছিল, সেকথা জানিয়েছেন তিনি। পাশাপাশি দাবি করেছেন, এর পর থেকেই বাজওয়া ‘আসল রং’ দেখাতে শুরু করেন। ইমরানের অভিযোগ, শাহবাজকে প্রধানমন্ত্রী করতে তাঁর পিছনে ছুরি মারার কাজটা করেছিলেন বাজওয়াই। সেই সঙ্গে বিতর্কিত অডিও নিয়েও কথা বলতে দেখা যায় তাঁকে।
ইমরানের দাবি, গত আগস্টে তাঁর সঙ্গে বৈঠকের সময় বাজওয়া বলেন, তাঁর কাছে ইমরানের অডিও ও ভিডিও ফাইল রয়েছে, যা থেকে পরিষ্কার ইমরান একজন ‘প্লেবয়’। এই কথার উত্তরে সেদিন ইমরান নাকি বলেন, ”হ্যাঁ, আমি প্লেবয় ছিলাম অতীতে। এবং আমি কখনওই দাবি করিনি আমি দেবদূত।”