অনলাইন ডেস্ক : দেশের মহিলা কুস্তিগীরদের আন্দোলনের এক মাস পূর্তি উপলক্ষে দিল্লির ইণ্ডিয়া গেটের সামনে আজ সন্ধ্যায় মোমবাতি মিছিলের আয়োজন করেন৷ এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুব সংগঠন এআইডিওয়াইও’র সর্বভারতীয় কমিটি সমগ্র দেশে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে৷ তাঁরই অঙ্গ হিসাবে এদিন ধোয়ারবন্দে এআইডিওয়াইও’র পক্ষ থেকে মিছিল করে শহিদ বেদীর সামনে জমায়েত হয়ে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷
এই বিক্ষোভ চলাকালে সাংসদ ব্রিজভূষণ শরণ সিং সহ সকল অভিযুক্তকে পকসো আইনে গ্রেফতার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সদস্য পরিতোষ ভট্টাচার্য এবং জেলা সম্পাদক বিজিৎকুমার সিনহা৷ বক্তারা বলেন, প্রধানমন্ত্রী কথায় কথায় বেটি বাঁচাও বেটি পড়াও এবং মহিলাদের শক্তিশালী করার কথা বলেন৷ কিন্তু বাস্তবে এই কথার উল্টো দেখতে পাচ্ছি৷ আজও এই অভিযুক্তদের গ্রেফতার করা কেন করা হচ্ছে না এই প্রশ্ন বক্তারা তুলে ধরেন৷ একজন যৌন হয়রানিতে অভিযুক্ত সাংসদ সদস্যের সঙ্গে কি করে একই রো তে প্রধানমন্ত্রী বসবেন বলে প্রশ্ন করা হয়৷ ধোয়ারবন্দ অঞ্চল সহ জেলার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সহ খেলোয়ারদের এই প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়৷ এই বিক্ষোভে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন দিলীপ রী; দিলীপ কালোয়ার; সুজিত আকুঁড়া; দেবু ঘাটোয়ার; মাখন কালিন্দী প্রমুখ৷