শিলচর, ২৬আগস্ট : আসাম সরকার কতৃক চুতুর্থ শ্রেণির চাকরি পদ প্রার্থীর পদ পরীক্ষা নিয়ে কাছাড় কলেজে যে ঘটনার সুত্রপাত ঘটেছে তা কোনও অবস্থায় গ্রহণযোগ্য নয়। অল কাছাড় ডিস্ট্রিক্ট স্টুডেন্ট ইউনিয়ন (আসু) কাছাড় জেলা কমিটির সভাপতি আইনুল হক চৌধুরী ও সাধারণ সচিব রৌশন লাল গোড় এক বিবৃতিতে জানিয়েছেন, কাছাড় কলেজের ঘটনাকে প্রশাসনিক স্তরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় আসু। সেটা নিয়ে রাজনীতি করা কোনও অবস্থায় গ্রহণযোগ্য নয়। আগামী ২৮ আগষ্ট তৃতীয় শ্রেণির পরীক্ষা নিয়ে বরাকের বেকার ছাত্র-ছাত্রীদের চাকরির পরীক্ষা নিয়ে যাতে কোনও ধরণের অঘটন যাতে না ঘটে। সেদিকে জেলা প্রশাসনকে সতর্ক দৃষ্টি এবং কঠোর হস্তক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে আসু কাছাড় জেলা কমিটি। আকসার পক্ষে বলা হয়েছে, বরাক উপত্যকায় দিনের পর দিন বেকার সমস্যা ভয়াবহ রূপ নিচ্ছে। তাই ২৮ তারিখের বেকার ছাত্র-ছাত্রীদের চাকরি পরীক্ষায় যেন বাধার সৃষ্টি না হয়।