অনলাইন ডেস্ক : কাছাড়ে এবার আরও একটি মাধ্যমিক স্তরের স্কুলকে উন্নীত করা হল উচ্চ মাধ্যমিক স্তরে। উধারবন্দের ঠালিগ্রাম এলাকার কৃষ্ণধন বর্মন জানকীরায় মেমোরিয়াল হাইস্কুল উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ায় জেলায় এই স্তরের স্কুলের সংখ্যা বেড়ে হল ৩৭।
উচ্চ মাধ্যমিক স্তরে আসনের চাহিদা বৃদ্ধি পাওয়ার দিকে লক্ষ্য রেখে সরকার গোটা রাজ্যে মাধ্যমিক স্তরের স্কুলগুলোকে পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
গতবছর এ জেলায় কাশীপুর বল্লভভাই প্যাটেল হাইস্কুল, লক্ষ্মীপুরের জগাই মথুরা হাইস্কুল, বাঁশকান্দি এলাকার রানিপুর হাইস্কুল, কাবুগঞ্জের লক্ষ্মীচরণ হাইস্কুল, পালোরবন্দ গার্ডেন পাবলিক হাইস্কুল এবং শিলচরের নেতাজি বিদ্যাভবন গার্লস হাইস্কুলকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছে। এরপর এবার উন্নীত করা হলো কৃষ্ণধন বর্মন জানকীরায় মেমোরিয়াল হাইস্কুলকে। জেলার স্কুল সমূহের পরিদর্শক সেমিনা ইয়াসমিন আরা রহমান জানিয়েছেন এই স্কুল উন্নীতকরণ নিয়ে সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশে এসে পৌঁছেছে। স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে এবারই। আর সম্ভব না হলে শুরু হবে আগামী শিক্ষাবর্ষ থেকে।
এদিকে সেবার মাধ্যমিকের কম্পার্টমেন্টাল পরীক্ষায় এবছর কাছাড়ে পাশ করেছে ৫০’৭৮ শতাংশ পরীক্ষার্থী। ফলাফল ঘোষিত হয়েছে গত বুধবার। এবার জেলা থেকে পরীক্ষা দিয়েছিল ২৭৪৭ জন। এর মধ্যে পাশ করেছে ১৩৯৫ জন। প্রথম বিভাগে পাশ করেছে ৭ জন, দ্বিতীয় বিভাগে ৩৭২ জন এবং তৃতীয় বিভাগে ১০১৬ জন।