অনলাইন ডেস্ক : কালীপুজোর প্রস্তুতি এখনও পুরোপুরি শেষ হয়নি। তার আগেই জুয়ার আসর বসিয়ে সাধারণ মানুষের পকেট কাটতে শুরু করেছে অসাধু চক্র। এমন-ই এক চক্র সক্রিয় হয়ে উঠেছে শিলচর কাঁঠাল রোড, চেংকুড়ি-সহ আশপাশ এলাকায়। স্থানীয় সূত্রের, গত কয়েকদিন ধরে মহর্ষি বিদ্যামন্দির সংলগ্ন খোলা মাঠে রোজ রাতে বসছে ‘ঝান্ডিমুন্ডা’র আসর। রাতারাতি টাকা কামানোর প্রলোভনে ফতুর হচ্ছেন বহু মানুষ। বিপথগামী হচ্ছে নব-প্রজন্ম। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, বিভিন্ন এলাকায় রোজ রাতে জুয়ার আসর বসলেও পুলিশ কিন্তু ঘুণাক্ষরেও টের পাচ্ছে না এই খবর। ফলে জুয়ার আসরের মালিকরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, ধরাকে সরা জ্ঞান করছে তারা। কাঁঠাল রোড এলাকার স্থানীয়দের একাংশ জুয়ার বিরোধিতা করলে হুমকী দেওয়া হয়েছে তাদের। আক্রান্ত হবার ভয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। বলেছেন, কয়েক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বেশ কয়েকটি ফাঁড়ি ও পুলিশ পেট্রোল পোস্ট রয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি যেন সেই সব ফাঁড়িকে নির্দেশ দেন। অন্যথায়, এলাকার শান্তিশৃঙ্খলা পরিস্থিতি বিগড়ে যেতে পারে।