অনলাইন ডেস্ক : সম্প্রসারিত হল কর্ণাটক মন্ত্রিসভা। শনিবার রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে সিদ্দারমাইয়া মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন মন্ত্রী। কর্ণাটকের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা তিম্মাপুর রামাপ্পা বালাপ্পা, এসএস মল্লিকার্জুন, শিবরাজ সাঙ্গাপ্পা তাঙ্গাদাগি, ডঃ শরণপ্রকাশ রুদ্রপ্পা পাতিল, কায়াথাসান্দ্র এন. রাজন্না, দীনেশ গুন্ডু রাও, শরণবাসাপ্পা দর্শনাপুর, শিবানন্দ পাতিল, এইচ কে পাতিল, কৃষ্ণা বাইরেগৌড়া।
এছাড়াও শনিবার কর্ণাটকের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা সন্তোষ লাড, এন এস বোসারাজু, সুরেশ বি এস, এবং মধু বাঙ্গারপ্পা। আরও যাঁরা কর্ণাটকের মন্ত্রী হয়েছেন, তাঁরা হলেন-কংগ্রেস নেতা মানকাল বৈদ্য, লক্ষ্মী হেব্বালকর, রহিম খান এবং ডি সুধাকর। মোট ২৪ জনকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল থাওয়ার চন্দ গেহলট। গত ২০ মে মুখ্যমন্ত্রী পদে সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী পদে ডি কে শিবকুমারের পাশাপাশি আরও ৮ জন মন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। কিন্তু দফতর বণ্টন হয়নি। শনিবার মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে। প্রসঙ্গত, কর্ণাটকে ১০ মের বিধানসভা ভোটে ২২৪ আসনের মধ্যে কংগ্রেস একাই জয় পায় ১৩৫টি আসনে। সেখানে ক্ষমতাসীন বিজেপি আটকে যায় মাত্র ৬৬টি আসনে। এর ফলে দক্ষিণের একমাত্র রাজ্য থেকেও ক্ষমতা হারিয়েছে গেরুয়া পার্টি।
মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর শপথের দিনই ৮ জন সিনিয়র নেতা-মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। অর্থাৎ সব মিলিয়ে কর্ণাটকের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন ৩৪ জন। সিদ্দারামাইয়া এবং শিবকুমার, দুই গোষ্ঠীর নেতাদের সমান মর্যাদা দিয়ে মন্ত্রিসভা গঠন করাটা রীতিমতো চ্যালেঞ্জিং ছিল। সম্ভবত সেকারণেই নতুন মন্ত্রীদের নাম ঠিক করা হয়েছে দিল্লিতে বসে, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যৌথভাবে আলোচনা করে। কংগ্রেসের দাবি, মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে সব ধর্ম, সব সম্প্রদাকে উপযুক্ত গুরুত্ব দেওয়া হয়েছে।
কর্ণাটকের নতুন মন্ত্রিসভায় প্রভাবশালী লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন ৬ জন। লিঙ্গায়েতদের মধ্যে যে আলাদা আলাদা ভাগ রয়েছে, সেই সব উপসম্প্রদায় থেকে একজন করে প্রতিনিধি ঠাঁই পেয়েছেন মন্ত্রিসভায়। শিবকুমারের নিজের ভোক্কালিগা সম্প্রদায়ের ৪ প্রতিনিধি রয়েছেন নতুন মন্ত্রিসভায়। তিন জন তফসিলি জাতির, দু’জন তফসিলি উপজাতির। পাঁচজন ওবিসি। মুসলিম, ব্রাহ্মণ, এবং উচ্চবর্ণের প্রায় সব সম্প্রদায়ের একজন করে প্রতিনিধি রয়েছেন মন্ত্রিসভায়।
তবে হতাশার বিষয় ৩৪ জনের মন্ত্রিসভায় মহিলার সংখ্যা মাত্র এক। কন্নড় রাজনীতিতে মহিলারা এমনিতেই সেভাবে গুরুত্ব পান না। এবারেও ১২১ জন মহিলা প্রার্থীর মধ্যে ১০ জন জয়ী হয়েছেন। এর মধ্যে চারজন কংগ্রেসের। এই চার মহিলা বিধায়কের মধ্যে বেলগাম গ্রামীণ কেন্দ্রের বিধায়ক লক্ষ্মী আর হেব্বালকরকে মন্ত্রী করা হয়েছে। ৩৪ জনের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সিনিয়র কংগ্রেস নেতা দীনেশ গুন্ডুরাও, এইচ কে পাতিল, আর সুধাকর, বি নাগেন্দ্র। তবে বিজেপি থেকে আসা জগদীশ সেট্টার বা লক্ষ্মণ সাভাদীর মন্ত্রিসভায় জায়গা পাননি।