অনলাইন ডেস্ক : রক্ষকই এখন ভক্ষক।করিমগঞ্জ জেলা কারাগার চত্ত্বরে বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণ করে দুই পুলিশ কর্মী।শুক্রবার গভীর রাতে সংঘটিত ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনায় জড়িত থাকার অভিযোগে কনস্টেবল ব্রজেন কলিতা এবং হরেশ্বর কলিতা নামের দুজন পুলিশ কর্মীকে আটক করা হয়েছে।