অনলাইন ডেস্ক : শিলচরে গ্রেফতার করা হলো সাংবাদিককে। পুলিশের এক কনিস্টবলকে পছন্দ সই থানায় পোস্টিং দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার হয়েছে সানি রায় (২৯) নামে ওই সাংবাদিককে। রবিবার রাতে শহরের আশ্রম রোডের এক ভাড়া বাড়ি থেকে সানিকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। সানি গুয়াহাটির একটি বেসরকারি টিভি চ্যানেলের এঅঞ্চলের সংবাদদাতা।
পুলিশের এক সূত্র জানিয়েছেন, নিজেকে পুলিশ সুপারের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে পুলিশ রিজার্ভে কর্মরত ‘সিংহ’ পদবীর এক কনেস্টবলকে জেলার একটি চেকগেট থাকা থানায় পোস্টিং দেওয়ার নামে গত বছর ডিসেম্বর মাসে ৭০ হাজার টাকা নিয়েছিলেন সানি। কিন্তু এরপর কয়েক মাস পার হয়ে গেলেও পছন্দসই থানায় কনস্টেবলের পোস্টিং হয়নি। কনস্টেবল জিজ্ঞেস করলে সানি হয়ে যাবে বলে তাকে আশ্বস্ত করতে থাকেন। যদিও শেষ পর্যন্ত কাজ না হওয়ায় গত ৮ মে সদর থানায় এজাহার দায়ের করেন ওই কনস্টেবল। এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত চালায় এবং রবিবার রাতে গ্রেফতার করা হয় সানিকে।
যদিও সানির পরিবারের লোকেরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের পাল্টা অভিযোগ, সানীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তারা বলেন, ‘সিংহ’ পদবীর কনিষ্টবলের কাছ থেকে সানি ৭০ হাজার টাকা নিয়েছিলেন ঠিক। যদিও এই টাকা থানায় পোস্টিং দেওয়ার নামে নেওয়া হয়নি। গত ডিসেম্বর মাসে ঋণ হিসেবে ৭০; হাজার টাকা নিয়ে সানি এবছর এপ্রিল মাসে তা পরিশোধও করে দেন। সঙ্গে তারা এও অভিযোগ করেন, আসলে বার্মিজ সুপারি ও কয়লা পাচারের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার প্রতিশোধ মেটাতে সানীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
এ দিকে,গ্রেফতারের পর সোমবার সানীকে আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাকে বিচার বিভাগীয় হেফাজতে জেল হাজতে পাঠানো হয়েছে।