অনলাইন ডেস্ক : দুই আলফা ক্যাডারের হত্যা নিয়ে এবার অসমের ডিজিপি জিপি সিংহকেই হুঁশিয়ারি দিল জঙ্গি সংগঠন। সংবাদমাধ্যমে প্রেরণ করা এক চিঠিতে আলফা দাবি করে যে গত ১৭ সেপ্টেম্বর অবিনাশ কলিতা ও প্রণব অসম নামে দুই ক্যাডার শিবির থেকে পালিয়ে যায়। কিন্তু পরদিন সকালেই তারা শিবিরের রক্ষীদের হাতে ধরাও পড়ে যায়। কিন্তু ওই দু’জনকে ক্যাম্পে ফেরত আনার পরিবর্তে অন্য এক ক্যাডার দু’জনকেই গুলি করে। আলফা জানায়, এ ঘটনার কথা পরে জঙ্গি সংগঠনের সেনাধ্যক্ষ পরেশ বরুয়া সংবাদমাধ্যমে বলেন, দু’পক্ষের সংঘর্ষের মধ্যেই দুই ক্যাডারের মৃত্য ঘটে। কিন্তু এরপরও আলফার নীতি অনুযায়ী গুলিচালনা করা ক্যাডারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা ঘটনার পর্যালোচনাও হয়েছে।
এরপরেই জঙ্গি সংগঠনটি দাবি, অসমে রাজ্য পুলিশের বিশেষ ডিজিপি পদের দায়িত্ব নেওয়ার পর থেকেই বহু ভুয়ো এনকাউন্টার করিয়েছেন জি পি সিংহ। এছাড়াও পুলিশ শারীরিক ও যৌন অত্যাচার চালিয়েছে বহু মানুষের ওপর। অবৈধ সোনার কারবারেও পুলিশের নাম উঠে এসেছে। আলফার প্রশ্ন, এসব কি পুলিশের অপরাধ নয়? সঙ্গে হুঁশিয়ারির সুরে আলফা বলে, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে টেলিভিশন ও সংবাদমাধ্যমের সামনে বড় বড় কথা বলাই কেবল পুলিশের শীর্ষ আধিকারিকদের কাজ হওয়া উচিত নয়।
আলফা এদিন জোনমণি রাভার মৃত্যু প্রসঙ্গেও মন্তব্য করেছে। তাদের মন্তব্য, জোনমণির মা নিজের দুই সন্তানকেই হারিয়েছেন। অথচ এখনও এ বিষয়ে তিনি ন্যায়বিচার পাননি। তাই রাজ্য পুলিশের শীর্ষকর্তাকে আলফার পরামর্শ, অসমের যুবকদের জন্য মায়াকান্না না দেখিয়ে আসল কাজে মনোযোগ দেওয়া উচিত। রাজ্য পুলিশকে অবিলম্বে শোধরানোর ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য আলফার। পাশাপাশি সিএএ-বিরোধী আন্দোলনের কথাও উঠে এসেছে আলফার বিজ্ঞপ্তিতে। জঙ্গি সংগঠনের দাবি, ওই আন্দোলনের সময় অন্তত ছ’জন বিক্ষোভকারীকে হত্যার ষড়যন্ত্র রচনা করেছিলেন জিপি সিংহ।
প্রসঙ্গত, মায়ান্মারের শিবিরে ক্যাডারদের মৃত্যুদন্ড দেওয়ার পরিপ্রেক্ষিতে আলফার কড়া সমালোচনা করেছিলেন জিপি সিংহ। তিনি বলেন, ‘অসমের তরুণ বন্ধুরা, স্বৈরাচারী সংগঠনের জন্য আপনার জীবন নষ্ট করবে না। সেখানে তোমার জীবনের কোনও মূল্য নেই। তাদের (আলফা) কোনও পরিবর্তন হবে না। একই অবস্থা বারবার দেখবে অসমের তরুণ-তরুণীরা।’ এদিন আলফার চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক বলেন, ‘আলফা আমায় গালি দিতেই পারে। কিন্তু অসমের পুলিশ বাহিনীর জন্য আপত্তিকর শব্দ ব্যবহাত্র করা মোটেই গ্রহণযোগ্য নয়।’