অনলাইন ডেস্ক : মহারাষ্ট্রের রাজনীতি তোলপাড়। এনসিপি সভাপতির দায়িত্ব ছাড়লেন বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার। মঙ্গলবার আচমকাই পাওয়ার জানান, তিনি এনসিপি প্রধানের পদ ছাড়তে চলেছেন। আগামী দিনে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান কে হবেন, সেই প্রসঙ্গে দলের তরফে কিছু জানানো হয়নি। তবে জানা গিয়েছে, দলের পরবর্তী প্রেসিডেন্ট নিয়োগ করতে বিশেষ প্যানেল গঠন করেছে এনসিপি। সেই প্যানেলে রাখা হয়েছে দলের বিদ্রোহী নেতা অজিত পাওয়ারকেও। দেশের অন্যতম বিরোধী নেতা হিসেবে পরিচিত পাওয়ার। মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা ও এনসিপিকে নিয়ে মহা বিকাশ আগাড়ি সরকার গড়ার পিছনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল পাওয়ারের। মহারাষ্ট্রের চার বারের মুখ্যমন্ত্রী পাওয়ার মুম্বইয়ে তাঁর বই প্রকাশের অনুষ্ঠানে একথা জানান। তখন তাঁর পাশে দাঁড়িয়ে ভাইপো অজিত পাওয়ার। পাওয়ারের এই ঘোষণার পরেই এনসিপি সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। অনেককে কাঁদতেও দেখা যায়। কর্মীরা সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানান পাওয়ারকে। কিন্তু তিনি ছিলেন অনড়। তিনি আর নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন। তবে রাজনীতিকে এখনই বিদায় জানাচ্ছেন না পাওয়ার। তিনি বলেন, ‘ রাজ্যসভায় আমার মেয়াদ এখনও তিন বছর বাকি। তার পর আমি আর নির্বাচনে লড়াই করব না। এই তিন বছরে আরও বেশি করে দেশ এবং রাজ্যের হিতে কাজ করে যাব। নতুন কোনও দায়িত্ব নেওয়ার ইচ্ছে আর নেই।’ সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনাদের সঙ্গেই থাকব।’ দলের তরফে অজিত পাওয়ার বলেন, ইস্তফা প্রসঙ্গে দলের সিদ্ধান্তই মেনে নেবেন সদ্য প্রাক্তন সুপ্রিমো। এনসিপি প্রেসিডেন্ট নির্বাচনী প্যানেলের সদস্য প্রফুল্ল প্যাটেল জানান, আগে থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত কেউ জানতেন না।