অনলাইন ডেস্ক : অসম ক্রিকেটের জন্য সু খবর। এক মহিলা ক্রিকেটারের হাত ধরে টিম ইন্ডিয়ার মানচিত্রে জায়গা করে নিল অসম। বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলে জায়গা করে নিলেন উইকেটরক্ষক উমা ছেত্রী। ইমার্জিঙ ক্রিকেটার্স প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরমেন্স -র পুরস্কার পেলেন তিনি। সম্ভবত দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে স্থান পেলেন উমা। তাঁকে অভিনন্দন জানিয়েছেন অসম ক্রিকেট সংস্থার (এসিএ) প্রাক্তন সচিব দেবজিৎ শইকিয়া। বর্তমানে বিসিসিআইয়ের যুগ্মসচিব দেবজিৎ জানান, গত কার্যকালে তিনি যখন সচিব ছিলেন, সেই সময় মহিলা ক্রিকেটে নতুন করে জোর দেওয়া হয়। কনকলতা বরুয়া ট্রফি সহ একাধিক টুর্নামেন্ট সহ ভাল কোচিং সিস্টেম চালু করেছিল এসিএ। এর ফসল আসতে শুরু করেছে। এখন উমার রাস্তা ধরে অসমের আরও ক্রিকেটার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ছাপ ফেলবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। একইভাবে উমাকে অভিনন্দন জানিয়েছেন অসম ভেটেরন ক্রিকেট সংস্থার সচিব নাসির গুলখান। প্রসঙ্গত, উমার জেলা দল বোকাখান এবারের কনকলতা ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। উমা নিজেও জাতীয় দলের জার্সি পেয়ে উচ্ছ্বসিত। বর্তমানে তিনি বর্ষাপাড়া স্টেডিয়ামে এসিএ-র হাই পারফরম্যান্স ক্যাম্পে রয়েছেন। তিনি জানান, টিম ইন্ডিয়ায় নির্বাচিত হয়ে দারুণ লাগছে। এক বন্ধুর কাছ থেকে তিনি এ খবর জেনেছেন। সুযোগকে কাজে লাগাতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানালেন উমা।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত দল বাদ পড়েছেন বাংলার উইকেটরক্ষক রিচা ঘোষ, পেসার রেণুকা সিংহ ও স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল।বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মহিলাদের সাদা বলের সিরিজ়ের দল ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন বাংলার উইকেটরক্ষক রিচা ঘোষ, পেসার রেণুকা সিংহ ও স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল।৯ জুলাই মিরপুরে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরের দু’টি ম্যাচ ১১ ও ১৩ জুলাই। ১৬ জুলাই হবে প্রথম এক দিনের ম্যাচ। ১৯ জুলাই দ্বিতীয় ও ২২ জুলাই তৃতীয় এক দিনের ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশের মহিলা দল।