অনলাইন ডেস্ক : উত্তর পূর্বাঞ্চলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হবে সোমবার। গুয়াহাটি ও নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ দিল্লি থেকে ভার্যুয়াল পদ্ধতিতে করবেন নরেন্দ্র মোদি। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নতুন করে ১৮২ কিমি বৈদ্যুতিকীকরণ সেকশন ও লামডিঙে নব নির্মিত ডেমু শেডেরও উদ্বোধন করবেন। রেলের দাবি, অসমে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেসের আগমনের সাথে সাথে উত্তর পূর্বাঞ্চল তথা নির্দিষ্টভাবে অসমের জনগণ দ্রুত ও আরামদায়ক রেলের মাধ্যমে ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হবেন। যেহেতু এই সেমি হাই স্পিড ট্রেনটি সমস্ত ধরনের আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত, তাই উত্তর পূর্বাঞ্চলের জনগণ ভ্রমণের সময় পার্থক্য ভালোভাবেই বুঝতে পারবেন।
ট্রেনটি অসমের কামরূপ মেট্রোপলিটান, কামরূপ রুরাল, নলবাড়ি, বরপেটা, চিরাং, কোকরাঝাড় জেলা ও উত্তর বঙ্গরে আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও জলপাইগুড়ি জেলা হয়ে অতিক্রম করবে। এই বৃহৎ অঞ্চলের সাধারণ মানুষ আরামদায়কভাবে আধুনিক রেল ভ্রমণের সুবিধার লাভ উঠাতে পারবেন। নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি সেকশনের দ্রুততম ট্রেনের মাধ্যমে যাত্রার সময় প্রায় এক ঘণ্টা কম হবে। বিভিন্ন গোষ্ঠীর মানুষ এই সুবিধা লাভ করবেন। এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও ভ্রমণের মতো খণ্ডগুলি বিশালভাবে উপকৃত হবে।
সোমবার বন্দে ভারত এক্সপ্রেস গুয়াহাটি থেকে রওনা দেবে দুপুর বারোটায়। নিউ জলপাইগুড়ি পৌঁছবে সন্ধ্যা ছ’টায়। উদ্বোধনী চলাচলের সময় ট্রেনটি কামাখ্যা, রঙিয়া জং., নলবাড়ি, বিজনি, নিউ বঙাইগাঁও, কোকরাঝাড়, ফকিরাগ্রাম জং., নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও ধুপগুড়িতে স্টপেজ দিবে। অবশ্য বুধবার থেকে এই অত্যাধুনিক ট্রেনের নিয়মিত যাত্রা শুরু হবে। সপ্তাহে ছ’দিন চলবে। সকাল ৬টা ১০ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে ১১টা ৪০মিনিটে গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় বন্দে ভারত এক্সপ্রেস বিকেল সাড়ে চারটার সময় গুয়াহাটি থেকে রওনা দিয়ে রাত দশটায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। উভয় পথে যাত্রা করার সময় ট্রেনটি কামাখ্যা, নিউ বঙাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার ও নিউ কোচবিহার স্টেশনে স্টপেজ দিবে। একমুখী যাত্রার সময় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ০৫ ঘণ্টা ৩০ মিনিটে ৪১১ কিমি দূরত্ব অতিক্রম করবে। একটি এগজিকিউটিভ ক্লাস, পাঁচটি চেয়ার কার ও দুটি ড্রাইভার ট্রেলার কোচ সহ ট্রেনটিতে ৫৩০টি আসন ক্ষমতার আটটি কামরা থাকবে।
এছাড়া প্রধানমন্ত্রী ৯১ কিলোমিটার দীর্ঘ নিউ বঙাইগাঁও-দুধনৈ-মেন্দিপাথার নতুন বৈদ্যুতিকীকরণ সেকশনটিও উৎসর্গ করবেন। এই সেকশনের বৈদ্যুতিকীকরণ হওয়ার ফলে আমাদের দেশের যে কোনও প্রান্ত থেকে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেনগুলি এখন থেকে ইলেকট্রিক ট্র্যাকশনের সাথে মেঘালয়ে প্রবেশ করতে পারবে। গুয়াহাটি-চাপরমুখ ৯১ কিমি নতুন বৈদ্যুতিকীকরণ সেকশনটিও মাননীয় প্রধানমন্ত্রী উৎসর্গ করতে চলেছেন। রাজধানী রুটে পড়া এই সেকশনটির বৈদ্যুতিকীকরণ দূষণমুক্ত পরিবহণ, ট্রেনের উচ্চ গতি প্রদান, ট্রেনের চলাচলের সময় হ্রাস এবং ট্রেন পরিচালনার ব্যয় হ্রাস করবে।
এর সঙ্গে মোদি সম্প্রতি লামডিঙে নবনির্মিত একটি নতুন ডেমু শেডেরও উদ্বোধন করবেন। নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর ও অসমের অংশের মতো পাহাড়ি উত্তর পূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্যগুলিতে প্রবেশপথ হলো লামডিং। এই নতুন সুবিধা অঞ্চলটিতে চলাচল করা ডেমু রেকের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সহায়ক হবে যার ফলে পরিচালনামূলক সুবিধা ও যাত্রী সুবিধার উন্নতি ঘটবে।