অনলাইন ডেস্ক : অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (এএইচএসইসি) পরিচালিত ২০২৩ শিক্ষাবর্ষের কলা, বিজ্ঞান এবং বাণিজ্য শাখার ফলাফল মঙ্গলবার একসঙ্গে ১১টি ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী কলা শাখায় উত্তীৰ্ণের হার ৭০.১২ শতাংশ, বাণিজ্য শাখায় ৭৯.৫৭ শতাংশ এবং বিজ্ঞান শাখায় উত্তীৰ্ণের হার ৮৪.৯৬ শতাংশ। ঘোষিত ফলাফলে এবার উত্তীৰ্ণের হার গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে। গত বছর কলায় ৮৩.৪৮, বিজ্ঞানে ৯২.১৯ এবং বাণিজ্যে ৮৭.২৭ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছিলেন।
কলা শাখায় মোট ৪৯০ নম্বর পেয়ে শীৰ্ষস্থান দখল করেছেন নগাঁওয়ের রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্ৰ সংকল্পজিৎ শইকিয়া, বিজ্ঞানে ৪৮৪ নম্বর পেয়ে নগাঁওয়ের নিখিলেশ দত্ত এবং বাণিজ্যে ৪৭২ নম্বর পেয়ে দুজন যথাক্রমে গুয়াহাটির কেসি দাস কমার্স কলেজের বৰ্ষা বোথ্রা এবং কামরূপের মালাবাড়ি সিনিয়র সেকেন্ডারি স্কুলের সুকন্যা কুমার।
মঙ্গলবার সকাল ০৯:০০টা বাজার সঙ্গে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ তাদের ১১টি অফিশিয়াল ওয়েবসাইটে চলতি ২০২৩ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনটি বিভাগে মেধা তালিকার প্ৰথম দশে মোট ৪৫ জন ছাত্ৰছাত্ৰী স্থান দখল করেছেন। এর মধ্যে কলা শাখায় ১৫, বিজ্ঞান শাখায় ১৬ এবং ১৪ জন ছাত্রছাত্রী বাণিজ্য শাখায় মেধা তালিকার শীর্ষ স্থান অধিকার করেছেন।
এ বছর ৩,২৯,৯০১ জন পরীক্ষার্থীর উত্তরপত্রের মূল্যায়ন করতে ৭৭ দিন সময় নিয়েছে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। গতবারের (২০২২ সাল) তুলনায় এবার ১,২৪,২৭৬ জন ছাত্রছাত্রী বেশি। গত বছর ২,০৫,৬২৫ জন পরীক্ষার্থীর উত্তরপত্রের মূল্যায়ন করতে ৭৬ দিন সময় নেওয়া হয়েছিল। সামগ্রিকভাবে পাশের শতাংশ গত বছরের (২০২২) তুলনায় এ বছর কিছুটা কম।
এদিকে, এ বছর ২০২৩ শিক্ষাবর্ষে কলা শাখায় ২৮,৬৫১ জন শিক্ষার্থী প্রথম বিভাগে, ৫৮,৮৬৯ জন শিক্ষার্থী দ্বিতীয় বিভাগে এবং ৯৫,৬৬০ জন শিক্ষার্থী তৃতীয় বিভাগে পাশ করেছেন। এভাবে বিজ্ঞান শাখায় ১৮,৮৬৮ জন প্রথম বিভাগে, ১৬,৪৫৫ জন দ্বিতীয় বিভাগে এবং ৪,০৮২ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে বাণিজ্য শাখায় ৫,২৫৪ জন প্রথম বিভাগে, ৬,৪৮৬ জন দ্বিতীয় বিভাগে এবং ৪,৫০৫ জন শিক্ষার্থী তৃতীয় বিভাগে পাশ করেছেন।