অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারি : ইরানের ভিন্নমতাবলম্বী লেখক ও চিত্রশিল্পী মেহেদি বাহমানকে গুপ্তচরবৃত্তির অভিযোগে তেহরানের একটি ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে এক ইজরায়েলি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন মেহেদি। ওই সাক্ষাৎকারে তিনি তেহরান সরকারের সমালোচনা করেন এবং ইরান ও ইজরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান।
গত সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর ইরানে বিক্ষোভ শুরু হয়। সরকার বিরোধী এই বিক্ষোভ ক্রমেই ব্যাপক আকার ধারণ করেছে। এরই মধ্যে মেহেদির মৃত্যুদণ্ডের বিষয়টি সামনে এসেছে। মেহেদি তার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গ্রেফতার হওয়ার ভয় নেই তার। কিন্তু তার সাক্ষাৎকার প্রচারের পর গত অক্টোবরের শেষের দিকে ইরানি কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে।