অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের খরা কাটিয়ে গানের জগতে ফের সর্বভারতীয় মঞ্চে শিলচরের নাম উঠে এসেছে। আর এর সরাসরি কৃতিত্ব আদায় করে নিয়েছেন শিলচরের মেয়ে মৈথিলী সোম। গত ১৪-১৫ অক্টোবর সোনি চ্যানেলের ইন্ডিয়ান আইডল-এর মঞ্চে প্রথমবারের মতো শিলচরের মেয়ে মৈথিলী সোম প্রতিযোগিতায় অংশ নিয়ে দর্শক-শ্রোতা এবং বিচারকদের মন জয় করেন। এরপর গত ৫ নভেম্বরের অনুষ্ঠানে সবার সহযোগিতা ও আশীর্বাদে মৈথিলী সেরা ১৫ শিল্পীর তালিকায় জায়গা করে নেন। এবার আরও কঠিন লড়াই। রবিবার সন্ধ্যার অনুষ্ঠানে ফের গাইবেন তিনি। তারপর থাকবে ভোটের মাধ্যমে সমর্থন আদায়। রবিবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল থাকলেও বরাকের সঙ্গীতপ্রেমী জনগণের আশীর্বাদ চেয়েছেন মৈথিলী।
(Please download Sony Liv app for voting (Indian Idol Season 14) “MAITHILI SHOME” today from 8pm to 12 (midnight) only.)
রবিবার (১৯ নভেম্বর) সোনি চ্যানেলের ইন্ডিয়ান আইডলে মৈথিলির সঙ্গে থাকতে পরিবারের তরফে সঙ্গীতপ্রেমীদের কাছে আহ্বান জানিয়েছেন তাঁর বাবা দেবজিত সোম।
উল্লেখ্য, এ রকমই গানের আসর মাত করে ‘ভারতকণ্ঠ’ শিরোপা লাভ করেছিলেন শিলচরের দেবজিত সাহা। ২০০৫ সালে জি-টিভির প্রতিযোগিতায় সেরার শিরোপা ছিনিয়ে নিয়ে ‘ভারতকণ্ঠ’ হন দেবজিত। এরপর ১৭ বছর টানা খরা চলছিল। সেই খরা কাটিয়ে দৃপ্ত ভঙ্গিমায় এগিয়ে যাচ্ছেন মৈথিলি সোম।