অনলাইন ডেস্ক : অপেক্ষার তর আর বেশিক্ষণ সইতে হচ্ছে না। উপর নিচে করে কয়েকটা দিনের শুধু। আবারও টলিউডের তারামন্ডলে আলোকিত হবে কবি সাহিত্যিকের শহর। এপ্রিলের প্রথম সপ্তাহেই শিলচরে তারকার হাট বসছে। গতবছরের সাফল্যকে পুঁজি করে আবারও দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে ক্লাব ইচ্ছেডানা। আগামী ৬-৭ এপ্রিল শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হবে এই মেগা ইভেন্ট।
গতবছর প্রথমবারের মত এই দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল ক্লাব ইচ্ছেডানা। আবির চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষের পাশাপাশি একঝাঁক টলিউডের শিল্পীর আগমন ঘটেছিল শিলচরে। এন্টারটেইনমেন্ট-র পসরা নিয়ে এবারও হাজির ইচ্ছেডানা। এবারের মুখ্য আকর্ষণ বহুল বিতর্কিত অথচ জনপ্রিয় টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আসন্ন দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসবে দেখানো হবে স্বস্তিকার দুটি ছবি – মাতৃপক্ষ এবং বিজয়ার পর। এছাড়াও পর্ণ মিত্র, প্রিয়াঙ্কা সরকার, বনি সেনগুপ্তের মত কলকাতা কাঁপানো স্টারদের দেখা পাওয়া যাবে এই চলচ্চিত্র উৎসবে। ছোট, বড় মিলিয়ে মোট ১৩টি ছবি দেখানো হবে বলে জানান ক্লাব ইচ্ছেডানার সভাপতি শর্মিষ্ঠা দেব। ৬ এপ্রিল শিলচরের মেয়ে শর্মিষ্ঠা দেবের ‘ উদ্বাস্তু ‘ ছবি দিয়ে এই মেগা ইভেন্টের সূচনা। শর্মিষ্ঠার দেওয়া তথ্য অনুযায়ী,এই ‘ উদ্বাস্তু ‘ ছবিতে অভিনয় করেছেন তমাল বণিক, শান্তুনু সেনগুপ্ত, মানসী নন্দীর মত একঝাঁক শিলচরের অভিনেতা – অভিনেত্রীরা। শীঘ্রই এই ছবিটি বরাক সহ ত্রিপুরাতেও সিনেমা হলে রিলিজ করা হবে। বরাকের বিভিন্ন স্থানে এই ‘ উদ্বাস্তু ‘ ছবির শুটিং হয়েছে বলে জানান শর্মিষ্ঠা। আসন্ন এই উৎসবে বনবিবি, অতি উত্তম, অহল্যার দারুন কিছু ছবি দেখানো হবে। এই সিনেমাগুলি দেখতে ন্যূনতম একটা মাশুল দিতে হবে।
বড়গুলির পাশাপাশি কিছু স্বল্পদৈর্ঘ্যর ছবিও দেখানো হবে। মুখ্য আকর্ষণ হিসেবে রয়েছে শিলচরের পুরস্কার বিজয়ী পরিচালক কণাদ ভট্টাচাৰ্য -র ছবি। এছাড়াও বেশ কয়েকজন স্থানীয় পরিচালকের স্বল্প দৈর্ঘ্যর ছবি দেখানো হবে বলে জানান শর্মিষ্ঠা। এখানেই শেষ নয় ইচ্ছুক স্থানীয় পরিচালকরা ২০ মার্চের মধ্যে নিজেদের ছবি দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসবের জন্য সাবমিট করতে পারবেন।
সাংবাদিক সম্মেলনে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে শর্মিষ্ঠা বলেন,’ বরাকে প্রতিভার কোনও অভাব নেই। প্রয়োজন শুধু সঠিক পরিচর্যা এবং দিশা দেখানোর। ফলে এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে কয়েকজন শিল্পী এবং পরিচালক যদি উঠে আসেন, তাহলে ভাববো ইচ্ছেডানার পরিশ্রম সফল হয়েছে। মোদ্দা কথা হল আমাদের কলকাতা সহ দেশের অন্যান্য স্থানের পরিচালক, প্রযোজকদের চোখে পড়তে হবে। ‘
অন্যান্য কথার পাশাপাশি এতদ অঞ্চলের দর্শকদের নিয়ে আক্ষেপের সুরও কিছুটা দেখা যায় শর্মিষ্ঠার গলায়। তিনি আরও বলেন,’ আমাদের শিলচরের দর্শকদের বাংলা সিনেমা নিয়ে তেমন একটা আগ্রহ নেই। তাই হল মালিকরা বাংলা সিনেমা নিয়ে অনীহা ব্যক্ত করেন। কাউকে দোষ দিয়ে লাভ নেই। তাদেরও তো লাভালাভের বিষয়টা জড়িয়ে রয়েছে। ‘
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাব ইচ্ছেডানার সদস্য অভিজিৎ দেব, অলোকা দেব, ইন্দ্রানী সাহা, আদ্যা মা প্রোডাকশনের কর্ণধার হিরকজ্যোতি পাল প্রমুখ। এবারের দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসবের মূল স্পনসর হল বিশ্ব ফারমাসেটিকাল।