অনলাইন ডেস্ক : কাছাড় কলেজে ইউনিফর্ম বিভ্রাট নিয়ে তদন্তের জন্য অধ্যক্ষকে তলব করলেন অতিরিক্ত জেলাশাসক।
জানা গেছে, জেলা আয়ুক্তের নির্দেশে অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর তদন্ত প্রক্রিয়ার অঙ্গ হিসেবে আগামী ৪ অক্টোবর তলব করেছেন অধ্যক্ষ ড: সিদ্ধার্থ শংকর নাথকে।
ভর্তির সময় পড়ুয়াদের কাছ থেকে” ফি” নিলেও এখনও পর্যন্ত তাদের ইউনিফর্ম সরবরাহ করা হয়নি। এ নিয়ে গত ২৫ সেপ্টেম্বর ছাত্র সংগঠন এবিভিপির সদস্যরা ঘেরাও করেন কলেজের কার্যালয়ের কর্মীদের। এছাড়া জবাবদিহি করা হয় অধ্যক্ষকেও।
পরদিন ২৬ সেপ্টেম্বর ওই ছাত্র সংগঠনের পক্ষ থেকে এ নিয়ে জেলা আয়ুত্তের হস্তক্ষেপ কামনা করে এক স্মারকপত্র দেওয়া হয়। এর ভিত্তিতেই জেলা আয়ুক্ত অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুরকে ব্যাপারটা যাচাই করে দেখার নির্দেশ দেন।
অতিরিক্ত জেলাশাসক এরপর শুক্রবার অধ্যক্ষ কে বার্তা পাঠিয়ে তলব করেন আগামী ৪ সেপ্টেম্বর। প্রসঙ্গত ২৫ সেপ্টেম্বর এবিভিপি সদস্যরা কলেজে ঘেরাও করলে অধ্যক্ষ ও এডমিশন কমিটির সদস্যরা এর দায়ভার ঠেলে দেন পরস্পরের কাঁধে। এই ডামাডোলে ব্যাপারটার সুরাহা না হওয়ায় ছাত্র সংগঠন দ্বারস্থ হয় জেলা আয়ুক্তের। এবার জল কোন দিকে গড়ায়, দেখার বিষয় তা-ই।