অনলাইন ডেস্ক : ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক মাধ্যমে এই বার্তা জোর গতিতে ছড়িয়ে পড়েছে যে ৪ মে অর্থাৎ শনিবার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। এ নিয়ে আশায় বুক বেঁধে রয়েছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। তবে রাজ্যের শিক্ষা বিভাগ জানালো, এটা নিছকই গুজব। ফল কবে প্রকাশ করা হবে তার সিদ্ধান্তই গ্রহণ করা হয়নি। ছাত্র-ছাত্রী অভিভাবক মহল যেন এই মিথ্যা প্রচারে গুরুত্ব না দেন এবং শিক্ষা বিভাগের সরকারি ওয়েবসাইটে নজর রাখেন।
অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (এএইচএসইসি)’র ডেপুটি সচিব (প্রশাসন) অনুরূপা চৌধুরী জানান, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সামাজিক মাধ্যমে প্রচার হওয়া ভুল তথ্য ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে সবাইকে সতর্ক করে দেন। তিনি একমাত্র শিক্ষা বিভাগের সরকারি ঘোষণাকে বিশ্বাস করার জন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সচিব পুলক পাটগিরি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সামাজিক মাধ্যমে যে নির্দেশিকা জারি হয়েছে সেটা সম্পূর্ণ ভুয়ো। নিশ্চিত কিছু দুষ্কৃতী এই ভুয়ো প্রচার চালিয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এখনও ফল নিয়ে সিদ্ধান্ত নেয়নি। ভুয়ো গুজবে গুরুত্ব না দিতে আহ্বান জানান তিনি। পাশাপাশি যারা সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দেন ডেপুটি সচিব অনুরূপা চৌধুরী।