অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক ও বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা মামলায় মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানী ঢাকার প্রধান নদী বন্দর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গত ৫ আগস্ট থেকে আত্মগোপনে থাকা এই দু’জন জল পথে পালিয়ে যাবার সময় গ্রেপ্তার হয় বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুই জন নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এই হত্যায় ইন্ধনদাতা হিসেবে এই দুই জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অপর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিন ১৫ আগস্টের ছুটি বাতিল করেছে।