অনলাইন ডেস্ক : অসমের ৩৫টি জেলার মধ্যে ২৮টি জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন বা আফসপা। শনিবার এ খবর সাংবাদিকদের জানিয়েছেন অসমের পুলিশ-প্ৰধান (ডিজিপি) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং।
ডিজিপি জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিঙের দাবি, অসমের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। তাই রাজ্য সরকারের সুপারিশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ২৮টি জেলা থেকে সশস্ত্ৰ বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন প্ৰত্যাহার করেছে। সাংবাদিক সম্মেলনে ডিজিপি সিং বলেন, হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্ৰীর দায়িত্ব গ্রহণের পর পুলিশ বিভাগে স্বচ্ছতার সঙ্গে উপযুক্ত প্রার্থীরা নিযুক্তি লাভ করেছেন। এজন্য পুলিশ বিভাগ প্ৰশংসার পাত্ৰ। পুলিশ বিভাগ প্ৰশিক্ষণ এবং সামর্থ বিকাশেও উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, কয়েক বছর ধরে অসমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্ৰণে এসেছে। আগে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছিল ২১০টি কোম্পানি। বৰ্তমানে ৭৩টিতে হ্ৰাস পেয়েছে।