অনলাইন ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে কৃষক আন্দোলনের ঝাঁঝ লক্ষ্য করে অবশেষে পিছু হটছে মোদি সরকার। এমনই ইঙ্গিত মিলেছে সোমবার। আগামী পাঁচ বছরের জন্য কৃষকদের কাছ থেকে নূন্যতম সহায়ক মূল্যে শস্য কিনবে কেন্দ্র। এদিন এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। তবে এই প্রস্তাব আদৌ মেনে নেওয়া হবে কিনা, সেই নিয়ে আলোচনার জন্য দুদিন সময় চেয়েছেন কৃষক নেতারা।
রবিবার প্রতিবাদী কৃষকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল, কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। হাজির ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও। মাঝরাত পর্যন্ত দুপক্ষের আলোচনা চলে। তারপরেই গোয়েল জানান, কৃষকদের জন্য বিশেষ প্রস্তাব দিয়েছে কেন্দ্র। আগামী পাঁচ বছরের জন্য ডাল, ভুট্টা ,তুলোর মতো শস্যগুলো নূন্যতম সহায়ক মূল্যে কিনবে কেন্দ্র। সেই জন্য কৃষকদের সঙ্গে আলাদা করে চুক্তি করবে সরকারি সংস্থাগুলো। ফসল কেনার ক্ষেত্রে কেন্দ্রের তরফে কোনও উর্ধ্বসীমা থাকবে না। তবে কেন্দ্রের এই প্রস্তাব নিয়ে কৃষকদের তরফে এখনও কোনও সিদ্ধান্ত জানা যায়নি। প্রতিবাদী কৃষকনেতা সারওয়ান সিং পান্ধের জানান, কেন্দ্রের প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে কিনা, আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্তও নেওয়া হবে। কিন্তু কৃষকদের দাবির অনেকগুলোই এখনও বাকি রয়েছে। আগামী দুদিনের মধ্যে সেগুলো নিয়ে ইতিবাচক পদক্ষেপ করবে কেন্দ্র, এমনটাই আশা করছে কৃষক মহল।
তাই আপাতত এই দুদিনের জন্য বন্ধ থাকবে কৃষকদের দিল্লি চলো যাত্রা। পঞ্জাব ও হরিয়ানার সীমানায় আপাতত আটকে দেওয়া হয়েছে কৃষকদের মিছিল। কিন্তু সেখান থেকে পিছু হটেননি তাঁরা। কেন্দ্রকে আগামী দুদিন সময় দিয়েছেন কৃষকরা, যেন চাষিদের পেনশন, ঋণ মকুবের মতো একাধিক দাবি পূরণ হয়। তা না হলে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ফের পুরো মাত্রায় প্রতিবাদ শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন কৃষকরা।