অনলাইন ডেস্ক : বড়সড় কোনো রদবদল ছাড়াই শেষ হলো বহু প্রতিক্ষীত হাইলাকান্দি হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার-র এজিএম। বিশেষ কোনো পরিবর্তন ছাড়াই বর্তমান কমিটিকেই ধরে রেখেই গঠন করা হয়েছে নতুন কমিটি। হাইলাকান্দি ডিএসএ-র সংবিধান অনুযায়ী প্রাক্তন মন্ত্রী গৌতম রায় আজীবন সভাপতি হিসেবে থাকবেন। সেই মতেই এবারো তিনিই সভাপতি থাকছেন। কমিটিতে ফের একবার কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। এছাড়াও ও সচিব পদে বহাল রয়েছেন শৈবাল সেনগুপ্ত। রবিবার দুপুরে হাইলাকান্দি ডিএসএ-র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন গৌতম রায়। ডিএসএ-র সব সদস্যদের উপস্থিতিতে এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির কথা থাকলেও পরে তা এড়িয়ে প্রত্যেক পদে সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। আলোচনার পর, করতালির মাধ্যমে গৌতম রায়কে আবারও সভাপতির পদে বহাল রাখা হয়। একইভাবে, কার্যকরী সভাপতির দায়িত্বে থাকছেন রাহুল রায়।নতুন কমিটিতে চারজন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন—দীপক কুমার দাস, সিকন্দর সারোয়ার হুদা চৌধুরী, পিনাকী ভট্টাচার্য, এবং সামস উদ্দিন বড়লস্কর। ডিএসএ-র সচিব হিসেবে পুনরায় শৈবাল সেনগুপ্তকেই দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান বড়লস্কর, মুফাজ্জল হোসেন লস্কর, পৃথ্বীশ কান্তি দাস এবং দেবরাজ ভট্টাচার্য। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মনোজিৎ দাস। অন্যান্য পদগুলোর মধ্যে আম্পায়ার বোর্ডের চেয়ারম্যান হয়েছেন চন্দন সেনগুপ্ত এবং রেফারি বোর্ডের চেয়ারম্যান মুরসেদ হোসেন লস্কর। ফুটবল বিভাগের সম্পাদক হয়েছেন আফজল হুসেন বড়ভূঁইয়া, ক্রিকেট বিভাগের সম্পাদক কৃষ্ণেন্দু দাস। ভলিবলের সম্পাদকের দায়িত্বে আছেন ইক্রামূল হোসেন বড়ভূঁইয়া, হকি বিভাগের সম্পাদক বৃন্দাবন সিংহ, কবাডি সম্পাদক মানব দেব। ইন্ডোর গেমসের সম্পাদক পদে বিভা ভূষণ চক্রবর্তী এবং অ্যাথলেটিক বিভাগের দায়িত্ব সামলাবেন সামিম উদ্দিন লস্কর। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুদর্শন ভট্টাচার্য। স্টেডিয়াম সাব-কমিটির চেয়ারম্যান হয়েছেন রণবিজয় দেব এবং সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন অরূপ হালদার। গ্রাউন্ড কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন প্রবীর চন্দ্র পাল এবং সম্পাদক মুকশেদ আহমদ লস্কর।