সাময়িক প্রসঙ্গ অনলাইন ডেস্ক
১৬ আগস্ট : হাইলাকান্দি জেলায় যথাযোগ্য মর্যাদায় ৭৬তম স্বাধীনতা দিবস পালন করা হয়। এই উপলক্ষে জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক নিসর্গ হিবরে। তিনি তার ভাষণে জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, মিসন বসুন্ধরায় জেলায় এখন পর্যন্ত ২৫ হাজার ১৮৬ জন জমির মালিক নামজারি ও ভাগ বাটোয়ারা পরিষেবা পেয়েছেন। অরুণোদয় প্রকল্পে জেলার ৪৩ হাজার ৮০৪ জনকে প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে। মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে মহিলাদের স্বনির্ভরশীল করে তুলতে জেলার ১৫ হাজার ৯০১ জনকে ১৬ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেন জেলাশাসক।
সমবেত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করে জেলাশাসক জানান, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে জেলার ১১৪৮ জনকে ১০ হাজার টাকা করে, ৭২ জনকে ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলাশাসক জানান, রাজ্য নগর জীবিকা মিশনের উদ্যোগে ৫৬০ জন যুবক-যুবকতীকে স্কিল ট্রেনিং এবং ৪৪ জনকে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়েছে। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলাতেও সমাজকল্যাণ বিভাগের অধীনে দেড় কোটি টাকা ব্যয়ে ছয়টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির কাজ চলছে বলে জানান জেলাশাসক হিবরে।
সদ্ভাবনা প্রকল্পে হাইলাকান্দিতেও পেনশন সেবা কেন্দ্র চালু হওয়ার কথা উল্লেখ করে জেলাশাসক বলেন, এখন থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা কৃতজ্ঞতা পোর্টালের মাধ্যমে অনলাইনে পেনশনের জন্য আবেদন জানাতে পারবেন। জল জীবন মিশনে জেলায় এক লক্ষ ৪৬ হাজার ৫১৩ বাড়িতে পানীয়জল পৌঁছানোর কাজ চলছে বলে জানিয়ে জেলাশাসক বলেন, ১১৮৭টি বিদ্যালয় এবং ১২৩টি অঙ্গনওয়াড়ি সেন্টারে শীঘ্রই পানীয়জল পৌঁছে দেওয়া হবে। মিজোরাম সীমান্তবর্তী এলাকার জনগণের আর্থ সামাজিক উন্নয়নের স্বার্থে ৬৬ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে ৭০ কিলোমিটার সড়ক তৈরির কাজ চলছে। পাশাপাশি মনাছড়ায় ১০ কোটি টাকা ব্যয়ে ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার, কইয়া চা বাগানে ২৫ কোটি টাকা ব্যয়ে মডেল উইমেন কলেজ এবং ২৯ কোটি টাকা ব্যয়ে মডেল রেসিডেন্সিয়াল স্কুল তৈরির কাজ অব্যাহত রয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে ২ লক্ষ কর্মদিবস সৃষ্টি করা হয়েছে এবং জেলার অমৃত সরোবর প্রকল্পের আওতায় জলাশয় নির্মাণের জন্য ৭৫টি স্থান নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করেন ডিসি। জেলার ১ লক্ষ ৬৬ হাজার রেশনকার্ডধারীরা বিনামূল্যে চাল পাচ্ছেন। এর আগে জেলাশাসক শহিদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।