সাময়িক প্রসঙ্গ ডিজিটাল ডেস্ক
নয়াদিল্লি : ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের নাগরিকদের ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকার এই অভিযানটি শুরু করে। এই পদক্ষেপের উদ্দেশ্যই ছিল ভারতের প্রতিটি নাগরিকের মনে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলা এবং জাতি গঠনে যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের অবদানকে স্মরণ করা।
প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন মন্ত্রক সর্বতোভাবে এই অভিযানে যোগ দিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলি আজাদি কা অমৃত মহোৎসবের সফল রূপায়ণে হর ঘর তেরঙ্গার ক্ষেত্রে এক সফল ভূমিকা নিয়েছে।চন্ডীগড়ে সেক্টর ষোল-র ক্রিকেট স্টেডিয়ামে ৫৮৮৫ জন মানুষের সক্রিয় অংশগ্রহণের ফলে উড্ডীয়মান জাতীয় পতাকার এক জীবন্ত মানবচিত্র গড়া সম্ভব হয়েছে, যা গিনেস বিশ্ব রেকর্ডে স্থান পেয়েছে। এই কর্মসূচি সফল রূপ দিতে চন্ডীগড় বিশ্ববিদ্যালয় এবং এনআইডি ফাউন্ডেশন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
২৮টি রাজ্য, ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং দেড়শোরও বেশি দেশে ৬০ হাজারের বেশি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ও সর্ববৃহৎ যোগদানের নিরিখে আজাদি কা অমৃত মহোৎসবের উদ্যোগ হিসেবে জায়গা পেয়েছে। ২০২২এর ১৫ আগস্ট থেকে ২০২৩এর ২৩ আগস্ট পর্যন্ত ৭৫ সপ্তাহের কাউন্টডাউন শুরুর জন্য ২০২১এর ১২ মার্চ থেকে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করা হয়।ভারতের স্বাধীনতার গৌরবজনক ৭৫ বছর উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজাদি কা অমৃত মহোৎসব উদ্যোগের সূচনা করেন।
আরও একটি অসাধারন সাফল্যের কথা জানিয়েছে কেন্দ্র। তা হল, ‘হর ঘর তেরঙ্গা ‘-র সাইটে জাতীয় পতাকা নিয়ে এ পর্যন্ত ৬ কোটির বেশি সেলফি আপলোড করা হয়েছে। এই রেকর্ডের কথা জানিয়ে দেশের প্রত্যেক নাগরিক এবং বিদেশে যাঁরা এই বিশেষ দিনটি উদযাপন করেছেন, তাঁদের ধন্যবাদ জানায় ‘আজাদি কা অমৃত মহোৎসব’-র নোডাল এজেন্সির দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী (ডোনার) জি কিষাণ রেড্ডি দেশের নাগরিকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানকে সফল করতে সমগ্র জাতি একত্রিত হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই ধরনের উদ্দীপনা জাতির ঐক্য ও অখণ্ডতা অটুট রাখার চেতনার প্রতীক।
তিনি বলেন, “সমগ্র জাতি হর ঘর তেরঙ্গায় অংশ নিয়েছেন। আজ অবধি তেরঙ্গার সাথে ৬ কোটিরও বেশি সেলফি তোলা এবং আপলোড করা হয়েছে। এটি এই মহান জাতির প্রতি আমাদের ভালবাসা এবং গর্বকে প্রতিফলিত করে। যারা তেরঙ্গার সাথে সেলফি তুলেছেন আমি তাদের অনুরোধ করব উৎসবের চেতনা অব্যাহত রাখতে হর ঘর তেরঙ্গা পোর্টালে ছবি আপলোড করা চালিয়ে যেতে”।জি কিষাণ রেড্ডির আরও বক্তব্য, “হার ঘর তেরঙ্গা আন্দোলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্পষ্ট আহ্বানকে এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ ভারতকে”। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী যখনই জাতির উদ্দেশ্যে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তা এলপিজি ভর্তুকি ছেড়ে দিতে বলা হোক, কোভিড-১৯ ফ্রন্ট লাইন যোদ্ধাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হোক বা হর ঘর তেরঙ্গার ঘটনাই হোক, জনগণ অপ্রতিরোধ্য উৎসাহে সাড়া দিয়েছেন”।
এছাড়াও, চলমান ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসাবে ‘হর ঘর তেরঙ্গা ‘ প্রচারাভিযানের অধীনে, শ্রীনগর জেলা প্রশাসন স্বাধীনতার ৭৬ বছর উদযাপনের জন্য বকশী স্টেডিয়ামে ১৮৫৯ মিটার দীর্ঘ জাতীয় পতাকা প্রদর্শন করে একটি জাতীয় রেকর্ড স্থাপন করেছে।