অনলাইন ডেস্ক : সোমবার থেকে শিলচরে নির্বাচনী অভিযান শুরু করবে বিজেপি। সেই অভিযানের সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। পুলিশ প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী জনসভা ও ‘হিতাধিকারী সম্মেলন’-এর মাধ্যমে ভোট যুদ্ধে নামবে জেলা বিজেপি। জনসভার পর শিলচরে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী। এবার শিলচর লোকসভা অন্তত ২লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবার রণকৌশল তৈরি করছে বিজেপি। এ লক্ষ্যে দলের সাংগঠনিক তৎপরতা চলছে জোর কদমে। সে অনুযায়ী সোমবার সকাল ১১টায় শিলচর এবং বিকেলে করিমগঞ্জ নির্বাচনী জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। শনিবার শিলচরে দলীয় কার্যালয়ে প্রতিমা ভৌমিকের বরাক উপত্যকা সফরের বিস্তারিত তুলে ধরেন বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়। তিনি জানান, অভিযান শুরু হবে সোমবার। ২লক্ষ ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়েই শুরু হবে অভিযান। করিমগঞ্জের সভা সেরে কেন্দ্রীয় মন্ত্রী চলে যাবেন ডিফুতে। তিনি আরও উল্লেখ করেন, ২৪ এর নির্বাচনকে পাখির চোখ করে বহু আগে থেকেই সাংগঠনিক কাজ, প্রশিক্ষণ শিবির, বিস্তারক নিয়োগ, বুথ সভাপতি, বি এল এ, এবং অন্যান্য কর্মকর্তাদের ধারাবাহিকভাবে কাজে লাগিয়ে ইতিমধ্যে ইতিমধ্যে সাংগঠনিক স্থিতি মজবুত করে নিয়েছে জেলা বিজেপি। শিলচর লোকসভা আসনের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও নির্বাচনে জয়লাভের লক্ষ্যে কর্মীদের চাঙ্গা করতে সোমবার জনসভা আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে নেতৃত্ব শিলচর করিমগঞ্জ এবং ডিফু লোকসভা কেন্দ্রকে একটি ক্লাস্টার এর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। ওই ক্লাসটারের আহবায়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়কে।
জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় জানিয়েছেন, নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়াও রাজ্যের মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য, শিলচরের সাংসদ রাজদীপ রায়, ক্লাস্টার কনভেনার তথা বিধায়ক কৌশিক রায় সহ জেলার অন্য দলীয় বিধায়করা।
বিমলেন্দু রায় জানিয়েছেন, সোমবার সকালের বিমানে শিলচর পৌঁছবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এরপর নির্বাচনী জনসভায় সরাসরি যোগ দেবেন তিনি। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এর জন্য জোর প্রস্তুতি চলছে। সভাকে সফল করতে প্রত্যেকের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেছেন বিমলেন্দু রায়।
উল্লেখ্য, শিলচর লোকসভা কেন্দ্রেও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে গাঁও চলো অভিযান। সম্পন্ন হয়েছে রাত্রিবাসও। এই দুই অভিযানে সাধারণ জনগণের মনের কথাও শুনেছেন বিজেপি নেতারা। পাশাপাশি শুরু হয়েছে ‘লাভার্থি সম্মেলন’। কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকদের নিয়েই সম্মেলন শুরু করেছে বিজেপি। শনিবার বিজেপি কার্যালয়ে ‘লাভার্থি’ সম্মেলন হয়েছে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ময়দানে ঝাঁপ দেবে কাচার বিজেপি।