অনলাইন ডেস্ক : এবারের সিবিএসই পরীক্ষায় সাফল্যের নজির গড়ল শিলচরের অরিন্দম সী। অরিন্দমের মূল বাড়ি উধারবন্দ। কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি শিলচরের ছাত্র অরিন্দম এবার মাধ্যমিক পরীক্ষায় বরাকে অন্যতম সেরা নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয় গুয়াহাটি রিজিয়নেও তার স্থান অন্যতম। মোট ৯৬.৬৬ শতাংশ নম্বর পেয়েছে সে। ৫০০ নম্বরের মধ্যে অরিন্দম ৪৮৩ নম্বর পেয়ে বরাকের মুখ উজ্জ্বল করেছে। স্ট্যান্ডার্ড ম্যাথেমেটিক্সে তার প্রাপ্তি সর্বাধিক ৯৯।
উল্লেখ্য, শিলচর ও গুয়াহাটি থেকে একযোগে প্রকাশিত দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার বার্তা সম্পাদক উত্তমকুমার সী ও রুমি সী-র একমাত্র সন্তান আদি ওরফে অরিন্দম সী শৈশব থেকেই মেধাবী। স্কুলের বিভিন্ন পরীক্ষা ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মেধা পরীক্ষায় বেশ কয়েকবার তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। অরিন্দমের মেধাচর্চার পেছনে মূলত তার মা রুমি সী-র অবদান অনস্বীকার্য। মা হিসেবে তিনি আদির পড়াশোনা, তার শরীর-স্বাস্থ্যের সম্পূর্ণ খেয়াল এবং পরিচর্যা করে যাচ্ছেন নিরলসভাবে। পেশাগত কারণে বাবা উত্তম সেভাবে ছেলেকে সঙ্গ দিতে না পারলেও প্রতিটি বিষয়ে তার সঙ্গে মত বিনিময় এবং বৃহত্তর পৃথিবী, সমসাময়িক বিষয়াবলী, মানবতার আদর্শ নিয়ে নিরন্তর আলোচনা চালিয়ে যাচ্ছেন। তাই অরিন্দমের এ সাফল্যে তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার অফুরান অবদানের সঙ্গে অভিভাবক হিসেবে উত্তম-রুমির সাহচর্য ভীষণভাবে সহায়ক ভূমিকা পালন করেছে।
প্রসঙ্গত, অরিন্দম শিলচরের ড: কালাম ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড এডুকেশনের তত্ত্বাবধানে গত পাঁচবছর থেকে কোচিং নিচ্ছে। অরিন্দমের এ সাফল্যে দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকা পরিবার থেকেও অভিনন্দন জানানো হয়েছে। সম্পাদক তৈমুর রাজা চৌধুরী অভিনন্দন জানিয়ে অরিন্দমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তাছাড়া ড: কালাম ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড এডুকেশনের শিক্ষক সব্যসাচী দাস, সুপ্রতীক রায় সহ অন্যান্যদের পাশাপাশি তার স্কুলের শিক্ষকমহল ব্যাপক সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন। অরিন্দমের সাফল্যে আত্মীয়-পরিজনের মধ্যেও খুশির আবহ বিরাজ করছে।