মুম্বই, ২০ ডিসেম্বর : আশঙ্কাই সত্যি হল, চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না রোহিতকে। তা ছাড়া পেস বোলার নবদীপ সাইনিও চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচ চলাকালীন বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। চোট নিয়েই সেই ম্যাচে ব্যাট করেছিলেন তিনি। কিন্তু তার পর থেকে রিহ্যাবে রয়েছেন তিনি।
বিসিসিআই জানিয়েছে, মেডিক্যাল দলের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোট পুরো না সারা পর্যন্ত কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। সম্পূর্ণ সুস্থ হলে তবেই রোহিতকে মাঠে নামার অনুমতি দেওয়া হবে। অন্যদিকে, পেটের পেশিতে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন নবদীপ। তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে বলা হয়েছে। সেখানে চোট সারিয়ে দলে ফেরার চেষ্টা করবেন তিনি। (হি.স.)