অনলাইন ডেস্ক : সাইক্লোন ফ্রেডির দাপটে দক্ষিণ পূর্ব আফ্রিকায় মৃত্যুর। সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। যার মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মালাওয়ি এলাকা। মালাওয়ের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সাইক্লোনের জেরে প্রায় ৩২৬ জন মানুষ মারা গিয়েছেন।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আফ্রিকার চিলোবিতে আরও প্রায় ৩০ জন প্রাণ হারিয়েছেন এই সাইক্লোনে। গত মঙ্গবার সাইক্লোন ফ্রেডির দাপটে মালায়ি, মোজাম্বিক এবং মাদাগাস্কারে হওয়া ধংসলীলায় শোকপ্রাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্বিষহ দিনে ক্ষতিগ্রস্ত দেশের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। মোজাম্বিকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০। এছাড়া আহত হয়েছেন প্রায় ১৩ জন মানুষ। বন্যা ও কাঁদামাটির ধসে বিপর্যস্ত দেশটি ।