অনলাইন ডেস্ক : রাজ্যে ক্রমেই বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা।, সেদিকে লক্ষ্য রেখে রাজ্যে স্থাপন করা হবে দুটি সাইবার থানা ও দুটি ফাড়ি। দুটি থানা হবে গুয়াহাটিতে এবং ফাড়ি দুটির একটি হবে শিলচরে অন্যটি ডিব্রুগড়ে।
এনিয়ে রাজ্য সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগের মুখ্য সচিব নিরোজ বার্মা এক বিজ্ঞপ্তি জারি করেছেন।
শিলচর ও ডিব্রুগড়ে স্থাপিত হতে যাওয়া ফাড়ি দুটির তত্ত্বাবধানে থাকবেন ওসি। শিলচরের ফাড়ির অধীনে থাকবে কাছাড় সহ করিমগঞ্জ, হাইলাকান্দি এবং ডিমাহাসাও জেলা। আর ওসি ছাড়া নিযুক্ত করা হবে ৫ জন করে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, নায়ক ও লেন্স নায়কের সঙ্গে ১৫ জন কনস্টেবল। ডিব্রুগড় ফাড়িতেও নিযুক্ত করা হবে সমসংখ্যক আধিকারিক এবং কনস্টেবল।
গুয়াহাটির থানা দুটির তত্ত্বাবধানে থাকবেন ডিএসপি পদমর্যাদার অধিকারিক। সঙ্গে থাকবেন ৬ জন করে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, নায়ক ও লেন্স নায়ক সহ ২০ জন করে কনস্টেবল।