অনলাইন ডেস্ক : লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে পন্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে পাহাড় লাইনে প্রায় ছয় ঘন্টা রেল চলাচল বিঘ্নিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল দশটা নাগাদ বদরপুর থেকে লামডিং অভিমুখি একটি খালি পন্যবাহী ট্রেন হারাঙ্গাজাও ও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী ১১০ কিলোমিটারে লাইনচ্যুত হয়। এই খালি পন্যবাহী ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। অবশেষে বদরপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে পন্যবাহী ট্রেনের চাকা তুলার পর বিকেল সাড়ে তিনটা নাগাদ পাহাড় লাইনে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়। এদিকে পাহাড় লাইনে পন্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার দরুন নিউহাফলং স্টেশনে শিয়ালদাহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ও সিকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়েছিল। অন্যদিকে ডিটেকছড়া স্টেশনে শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস ও আগরতলা – লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেন বদরপুর স্টেশনে আটকে পড়েছিল অবশেষে সাড়ে তিনটার পর রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর ট্রেন গুলি নিউহাফলং ডিটেকছড়া ও বদরপুর পুনরায় যাত্রা শুরু করে।