নয়াদিল্লি : রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট দেওয়ার বিষয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি। বিভিন্ন সংবাদ প্রতিবেদনকে খারিজ করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গা অবৈধ অভিবাসীদের সম্পর্কে সংবাদ মাধ্যমের কিছু অংশে যে সংবাদ পরিবেশন করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট করা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লির বক্করওয়ালায় রোহিঙ্গা অবৈধ অভিবাসীদের ইডব্লুএস ফ্ল্যাট দেওয়ার বিষয়ে কোনও নির্দেশ দেয়নি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, দিল্লি সরকার রোহিঙ্গাদের নতুন জায়গায় স্থানান্তরের প্রস্তাব করেছে। জিএনসিটিডি-কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়টি নিশ্চিত করতে বলেছে যে রোহিঙ্গা অবৈধ অভিবাসীরা বর্তমানে যেখানে আছেন সেখানেই থাকবেন, যেহেতু তাঁদের নির্বাসনের বিষয়ে বিদেশমন্ত্রকের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে কথা বলা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, অবৈধ অভিবাসীদের আইন অনুযায়ী নির্বাসন না হওয়া পর্যন্ত ডিটেনশন সেন্টারে রাখা হবে। দিল্লি সরকার বর্তমান স্থানটিকে ডিটেনশন সেন্টার হিসেবে ঘোষণা করেনি। অবিলম্বে তাঁদের এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। (সংবাদ সংস্থা)