অনলাইন ডেস্ক : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে নারী-পরিচালিত একটি রেডিও স্টেশন (বেতারকেন্দ্র) বন্ধ করে দিয়েছে তালিবান। তাদের বিরুদ্ধে অভিযোগ, রমজানে এই রেডিওতে গান বাজানো হয়েছিল। তালিবানশাসনে আফগানিস্তানেমহিলাদের উচ্চশিক্ষা, খেলাধুলো, কর্মসংস্থান অনেক অধিকারই গিয়েছে। এবার মহিলা পরিচালিত একটি রেডিও স্টেশনও বন্ধ করে দিল তালিবান। রমজান মাসে নাকি গান শোনানো হয়েছিল ওই রেডিও স্টেশনে, তাই তা বন্ধ করে দেওয়া হয়। সাদাই বানোয়ান- দারি ভাষায় এই শব্দের অর্থ, মহিলাদের কণ্ঠস্বর। আফগানিস্তানের একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশন ছিল এটি। ৮ জন কর্মী কাজ করতেন। তাঁদের মধ্যে ৬ জনই মহিলা। বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডিরেক্টর মোয়েজুদ্দিন আহমাদি জানান, রমজান মাসে বহুবার সংগীত সম্প্রচার করে রেডিও স্টেশনটি আইন ভাঙায় সেটি বন্ধ করে দেওয়া হয়। ভবিষ্যতে আইন মানার প্রতিশ্রুতি দিলে তাদের ফের কাজ করতে দেওয়া হবে। যদিও রেডিও স্টেশনটির প্রধান নাজিয়া সোরোশ জানান, তাঁরা কোনওরকম গান বাজাননি ।