অনলাইন ডেস্ক : যুব দিবসে রাজ্য সচিবালয়ে গিয়ে রাজ্যের স্বাস্থ্য কমিশনার সিদ্ধার্থ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করল শিলচর থাউজেন্ড সায়ন্তনের প্রতিনিধিরা। কমিশনারের হাতে শিলচর মেডিকেল কলেজ বিষয় নিয়ে দাবিপত্র তুলে দেন। একই দাবিপত্র সরাসরি জমা দেন কাছারের অভিভাবক মন্ত্রীর দপ্তরে, জমা দেন স্বাস্থ্য মন্ত্রীর দপ্তরে। স্বাস্থ্য কমিশনার দাবিগুলি অতিসত্বর সম্পূর্ণ করার চেষ্টা করবেন। থাউজেন্ড সায়ন্তন যুবকরা গুয়াহাটি যাওয়ার আগে শিলচর মেডিকেল কলেজে গিয়ে পরিকাঠামো উন্নয়ন বিষয়ক কাজ কতটুকু হয়েছে, কোন্ কোন্ কাজ সম্পূর্ণ হয়েছে, কোন্ কাজের কতটুকু অগ্রগতি হয়েছে এবং কোন্ বিষয়গুলি এখনো বাকি, তার সম্পূর্ণ তথ্য তুলে আনার চেষ্টা করেন এবং তাদের দাবিপত্রে তালিকা আকারে তা তুলে ধরেন। এখন অব্দি কি কি হয়েছে এবং কি কি হওয়া বাকি তা আলাদাভাবে লিপিবদ্ধ করে দাবি পত্রে উল্লেখ করেছেন। ১৩০ টির মতো ব্রেইন সার্জারি হয়েছে, উপকৃত হয়েছেন গরিব ও সাধারণ মানুষ। ইনটারভেনশনাল কার্ডিওলজিস্ট ড. তীর্থঙ্কর রায়ের নিয়োগের ফলে শুরু হয়েছে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি। একজন ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট এবং একজন প্লাস্টিক সার্জেন্ পেয়েছে মেডিকেল কলেজ। নিউরো সার্জন ড. সমুদ্ধ ধরের নিয়োগে নিউরোসার্জারির পাশাপাশি মেডিকেলের ক্যাথল্যাবে হয়েছে সেলিব্রাল এনজিওগ্রাফি এবং আরো কিছু উল্লেখজনক বিষয় বাস্তবায়িত হয়েছে মেডিকেল কলেজে। এই সব কিছু বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানিয়েছেন সরকারকে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে। এবারে, তারা সরকারের কাছে অনুরোধ করেছেন, অতিসত্বর অন্ততপক্ষে একজন ক্যাথল্যাব নার্সের নিয়োগ খুব প্রয়োজন যাতে করে ধারাবাহিক এনজিওপ্লাস্টির সুব্যবস্থা গড়ে ওঠে মেডিকেলে। দাবি করেছেন, উন্নত নিউরো মডুলার ওটি তৈরি করার জন্য। অন্য এক প্রসঙ্গে বলেছেন তারা চান, অপারেশন পরবর্তী উন্নত কেয়ারের জন্য আলাদাভাবে কার্ডিও আইসিইউ এবং নিউরো আই সি ইউ গড়ে তোলা। তাদের দাবি পত্রে আরো উল্লেখ করেছেন, ক্যান্সার হসপিটালের শুভ উদ্বোধন অতিসত্বর করার জন্য এবং এই ক্যান্সার হসপিটালে যেন প্যেট-সিটি স্ক্যান তথা জাতীয় মানের উন্নত ক্যান্সার চিকিৎসার সব ধরনের পরিকাঠামো থাকে তারও দাবি রেখেছেন। জাইকার সহযোগিতায় মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরীর যে কাজ চলছে তা আরো দ্রুত গতিতে যেন এগিয়ে যায়, দাবি রেখেছেন। মেডিকেলে নার্স সংখ্যা বাড়ানোরও দাবি রেখেছেন। তারা দাবি রেখেছেন, নেফ্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, ইউরোলজিস্ট প্রভৃতি বিশেষজ্ঞ ডাক্তারের নিয়োগের জন্য। তারা বলেছেন কার্ডিও এবং নিউরো বিভাগে অন্ততপক্ষে আরো একজন করে কার্ডিওলজিস্ট এবং নিউরোসার্জন যেন নিয়োগ করা হয়, ইমারজেন্সি হেলথ কেয়ার অন্তর্গত এই দুইটি বিভাগের আরো উন্নত স্বয়ংসম্পূর্ণ এবং মসৃণ চলমান করে গড়ে তোলার জন্য। এক বার্তালাপে থাউজেন্ড সায়ন্তন জানিয়েছেন তাদের স্বপ্ন, শিলচর হোক স্বাস্থ্য হাব। সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য পরিষেবা গড়ে উঠুক জাতীয় ও আন্তর্জাতিক মানের এবং সেবামূলক।