অনলাইন ডেস্ক : মিজোরামের সংগঠিত হলো ভয়ঙ্কর দুর্ঘটনা। নির্মীয়মান রেল সেতু ভেঙে মৃত্যু ১৭ জন শ্রমিকের। বুধবার সকালে মিজোরামের রাজধানী শহর আইজলের কাছে সাইরং -এ সংগঠিত হয়েছে এই ভয়ংকর দুর্ঘটনা। আহতদের সংখ্যাও নেহাৎ কম নয়। নিখোঁজ রয়েছেন কয়েকজন। ভৈরবী থেকে আইজল পর্যন্ত রেল রোড নির্মাণের কাজ চলছে দীর্ঘদিন থেকে। আইজলের কাছে সাইরং নামক স্তানে অবস্থিত ১৯৬ নাম্বার রেল সেতুতে কাজ করছিলেন শ্রমিকরা ৷ কর্মরত অবস্থায় হঠাৎ হুড় মুড়িয়ে ভেঙে পড়ে নির্মিয়মান সেতুর এক বৃহৎ অংশ। এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে ১৭ জনের। দুর্ঘটনার পর পরই উদ্ধার অভিযানে নামে মিজো প্রশাসন ও মিজো সংগঠন। ঘটনার সময়ে সেতুটিতে ৩৫ জন শ্রমিক কাজে নিয়োজিত ছিলেন বলে জানা যায়। এখনো পর্যন্ত ১৭ জনের মৃত্যু দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে আইজল অসামরিক হাসপাতাল মৃতদেহ গুলোর মনোত্তর পরীক্ষা চলছে বলে জানা যায়। মৃতদেহ পৌঁছে দিতে মিজো সংগঠন ওয়াইএমএব এরা সদস্যেরা তোড়জোড় শুরু করেছেন। মৃত শ্রমিকদের নাম ও বাসস্থানের ঠিকানা পাওয়া যায়নি এখনও। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।