অনলাইন ডেস্ক : রাজ্যের প্ৰথমসারির উগ্রপন্থী সংগঠন আলফা-স্বাধীন-কে এবার খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়েছেন ডিজিপি জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং। উজান অসমের বিভিন্ন প্ৰান্তে সিরিজ আইইডি বিস্ফোরণ সংগঠিত করে উত্তেজনা তথা ভীতি প্ৰদৰ্শনের পরিপ্রেক্ষিতে রাজ্যের পুলিশ প্রধান আলফা-স্বা-সুপ্রিমো পরেশ বরুয়ার উদ্দেশ্যে বলেছেন, ‘আমি কাহিলিপাড়ায় থাকি, আমাকে আপনারা টার্গেট করুন’। পাশাপাশি হুমকি দিয়ে রাজ্যের জনগণকে বিব্রত না করতে আলফা-স্বাধীনের প্ৰতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করবেন না।’
তিনি আরও বলেন, ‘যারা অসমকে ভালবাসে তাদের অসমের মানুষকে ডিসটার্ব করা উচিত নয়।’ গত দুদিন আলফা-স্বাধীন কর্তৃক দুটি গ্রেনেড বিস্ফোরণের পর চ্যালেঞ্জ সংবলিত এই বিবৃতি দিয়েছেন ডিজিপি জিপি সিং। প্ৰসঙ্গত, বৃহস্পতিবার রাতে যোরহাটের লিচুবাড়ি সেনা শিবিরের প্রবেশপথে একটি বোমা বিস্ফোরণ সংগঠিত করেছে আলফা-স্বাধীন। ঘটনার পর-পর আলোচনা-বিরোধী নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন আলফা-স্বাধীন বিস্ফোরণের দায় স্বীকার করে বলেছে, ‘এই হামলাগুলি ডিজিপি জিপি সিঙের জন্য কেবলমাত্র এক সতর্কবার্তা। তিনি (ডিজিপি)অসম পুলিশকে তাঁর ‘পৈতৃক সম্পত্তি’ বলে মনে করেন।’
খোলা চিঠিতে আলফা-স্বাধীন ডিজিপি জিপি সিংকে ‘অ্যারোগ্যান্স’ বলে অভিযুক্ত করে বলেছে, তিনি অসম পুলিশকে তাঁর ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেন বলে সমালোচনা করেছে। চিঠিতে আলফা-স্বাধীন বলেছে, ‘এর উদ্দেশ্য (বিস্ফোরণ) ব্যক্তিগত শত্রুতা নয় বরং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন মাত্র।’
‘অসম পুলিশকে তাঁর পৈতৃক সম্পত্তি হিসাবে বিবেচনা করে জিপি সিং যে ঔদ্ধত্য দেখাচ্ছেন তা অসম পুলিশে কর্মরত অফিসার ও সদস্যদের আত্মসম্মানে আঘাত করেছে। তাঁর ঔদ্ধত্য কোনও অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না।’ চিঠিতে বলেছে আলফা-স্বাধীন৷ এখানে উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিককালে প্রথম বিস্ফোরণ গত ২২ নভেম্বর তিনসুকিয়া জেলার একটি সেনা শিবিরের কাছে ঘটেছিল। এর পর গত ৯ ডিসেম্বর শিবসাগর জেলার অন্তর্গত জয়সাগরে সিআরপিএফ ক্যাম্পের কাছে আইইডি বিস্ফোরণ সংগঠিত করে আলফা। সব কয়টি বিস্ফোরণের দায় স্বীকার করেছে আলফা-স্বাধীন।