উধারবন্দ,২ জানুয়ারি, ফের অঘটন মহাসড়কে। রবিবার গভীর রাতে উধারবন্দে দুই যানের মূখোমোখী সংঘর্ষে প্রান গেল এক যুবকের । ঘটনা ঘটেছে মহাসড়কের গোসাইপুরে। হত যুবক ঝাপিরবন্দের বাসিন্দা নূর আহমদ লস্করের পুত্র সোয়েল আহমদ লস্কর । জানা গেছে, রবিবার রাত এগারোটা নাগাদ নিজের ছোট গাড়ি চালিয়ে শিলচর থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের পাঁচ মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই টিপারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । । এতে দুমড়েমুচড়ে যায় তাঁর গাড়ির সামনের অংশ । ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা গুরুতর আহত সোয়েলকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দিলেও শেষরক্ষা হয়নি । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।সোমবার ময়নাতদন্তের পর সোয়েলের মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেওয়া হয় । এদিকে, ঘটনার পর উত্তেজিত জনতা দূর্ঘটনাগ্ৰস্ত টিপার গাড়ীতে আগুন ধরিয়ে দেন ।
এতে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় । তাদের অভিযোগ,দ্রুতগতির ট্রিপার গাড়িটি ডিভাইডারের ডান পাশদিয়ে যাওয়ায়ই এই বিপত্তি ঘটে। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় উধারবন্দ পুলিশ । পরে অকুস্থলে ছুটে আসেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো, দুই অতিরিক্ত পুলিশ সুপার ক্রমে সুব্রত সেন ও কল্যাণ কুমার দাস সহ অন্যান্যরা । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । পরে পুলিশ দূর্ঘটনাগ্ৰস্ত গাড়ি দুইটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। ঘটনার পর ট্রিপারের চালক গা ঢাকা দেয় বলে জানা যায়।