অনলাইন ডেস্ক : উধারবন্দ থানা এলাকার গোসাইপুর তৃতীয় খন্ডে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক । ঘটনাটি ঘটে রবিবার রাত ৭টা নাগাদ। হত উজ্জ্বল সিং(৩৫) ছিলেন রংপুর এলাকার বাসিন্দা। জানা গেছে উজ্জ্বল বাইকে চড়ে উধারবন্দ থেকে শিলচরের দিকে যাচ্ছিলেন । গোসাইপুর তৃতীয় খন্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি টিপারের সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে। এতে উজ্জ্বল গুরুতর আহত হন।পুলিশ তাকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।মেডিক্যালে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।