নয়াদিল্লি, ২৬ আগস্ট : বড়সড় ধস নামল কংগ্রেসে। কংগ্রেস থেকে গুলাম নবী আজাদের ইস্তফার পরই একাধিক নেতা কংগ্রেস ছেড়েছেন। এই তালিকায় থাকা নেতারা হলেন, জম্মু ও কাশ্মীরের নেতা জি এম সারুরী, হাজী আব্দুল রশিদ, মহম্মদ আমিন ভাট, গুলজার আহমেদ ওয়ানি এবং চৌধুরী মহম্মদ আক্রম। সকলেই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন।
এছাড়াও শুক্রবার কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন প্রবীণ নেতা ও প্রাক্তন মন্ত্রী আর এস চিব। গুলাম নবী আজাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সকলে কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন। প্রসঙ্গত, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে ৫ পাতার চিঠি লিখে শুক্রবার কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন গুলাম নবী আজাদ।