অনলাইন ডেস্ক : ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গনতন্ত্র গভীর সঙ্কটে,পদদলিত হয়েছে দেশের সংবিধান। চারিদিকে শুধু অরাজকতা। দেশের সংবিধানের প্রতি স্বয়ং সরকারের চূড়ান্ত অশ্রদ্ধা,আইন আদালতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার এবং ইডি সিবিআই আয়কর ইত্যাদি সতন্ত্র সংস্থা গুলিকে বিজেপি সরকার নিজের স্বার্থ পূরণের কাজে ব্যবহার করার ঘটনা আজ সমগ্র দেশবাসীর চোখের সন্মুখে। অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে শুক্রবার হাফলং রাজীব ভবনে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করে যুব কংগ্রেসের পশ্চিম কার্বি-আংলং জেলা কমিটির সভাপতি আগুষ্টাইন ইংহি এই গুরুতর অভিযোগ উত্থাপন করে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন । তিনি বলেন ২০১৯ সালে কর্নাটকের এক নির্বাচনী জন সভায় নরেন্দ্র মোদী ও ললিত মোদী ও নিরব মোদীকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন। কিন্তু তা নিয়ে কর্নাটকে কোনও মামলা হয়নি বরং গুজরাটের সুরতে মামলা করে ছিলেন এক বিধায়ক কিন্তু যাদের নিয়ে রাহুল গান্ধী এই মন্তব্য করে ছিলেন তারা কিন্তু এই মামলা করে নি। আর এতদিন এই মামলা নিয়ে কিছুই হয়নি। তবে সংসদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নরেন্দ্র মোদী ও আদানিকে নিয়ে প্রশ্ন করায় তড়িঘড়ি করে এই মামলা পুনরায় শুরু রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রোশমূলক ভাবে এই সাজা শুনানো হয় বলে অভিযোগ উত্থাপন করে যুব কংগ্রেসের এই নেতা বলেন সংসদে রাহুল গান্ধীর একটা সহজ প্রশ্ন নিয়ে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুরক্ষা দিতে এই নাটক রচনা করা হয়েছে। সংসদে রাহুল গান্ধীর স্পষ্ট প্রশ্ন ছিল আদানির কোম্পানিতে ২০ হাজার কোটি টাকা কোথা থেকে এলো। কে বিনিয়োগ করে এই বিপুল পরিমানের অর্থ এবং তিনি জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্যবসায়ী আদানির কি সম্পর্ক। সম্পূর্ণ তথ্য সহকারে রাহুল গান্ধী সংসদে এই প্রশ্ন উত্থাপন করে সরকারের কাছ থেকে উত্তর চেয়েছিলেন এবং তারপর পরই ভয়ে দেশের জনতার হয়ে কথা বলে আসা কংগ্রেস নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে বিজেপি সরকারে বলে মন্তব্য করে সাংবাদিক সন্মেলনে আগুষ্টাইন ইংহি বলেন যার দরুন রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়। এবং দেশ জুরে এর প্রতিবাদ শুরু হয় সমগ্র বিরোধী পক্ষ ঐক্যবদ্ধ হয়ে সংসদে দাবী তুলে একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করে মোদী আদানির সম্পর্ক নিয়ে তদন্ত ঘোষনা করা হউক। যুব কংগ্রেস নেতার অভিযোগ প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি চাইছে না দেশবাসীর সামনে মোদী আদানির সম্পর্ক উন্মোচিত না হয়। ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের রহস্য প্রকাশ্যে আসুক। তিনি বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্পষ্ট করে বলে দিয়েছেন তার সাংসদ পদ খারিজ হওয়া বা তাকে কারাগারে নিক্ষেপ করাকে তিনি ভয় করেন না। তিনি সত্যের পক্ষে যুদ্ধ চালিয়ে যেতে এবং দেশবাসীর জন্য আপোষহীন সংগ্রামের পথে লড়াই চালিয়ে যাবেন। সাংবাদিক সন্মেলনে আগুষ্টাইন ইংহি বলেন অসম প্রদেশ কংগ্রেস ও রাহুল গান্ধীর প্রতি পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করা যাবে গনতন্ত্র ও সংবিধানকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া একনায়কত্ববাদী বিজেপি সরকারকে শাসন থেকে উৎখাত করে দেশের আমজনতাকে সুশাসন দিতে সংকল্প বদ্ধ কংগ্রেস দল বলে মন্তব্য করেন যুব কংগ্রেস নেতা আগুষ্টাইন ইংহি। শুক্রবার সাংবাদিক সন্মেলনে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক নির্মল লাংথাসা ডিমা হাসাও জেলা কংগ্রেসের সহ-সভাপতি মায়ানন কেম্প্রাই লালথাংসাঙ্গা মার প্রমুখ।